নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে ছদ্মবেশে বিভিন্ন ওয়ার্ডে অভিযান চালিয়ে ৩৮ জন দালালকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। পরে ভ্রাম্যমাণ আদালত আটক ব্যক্তিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও জরিমানা করেন।
গতকাল বুধবার সকালে হাসপাতালটিতে এই অভিযান চালানো হয়। এর আগে হাসপাতালে সবচেয়ে বেশি দালালের আনাগোনা করা ৩২ নম্বর ওয়ার্ডসহ বিভিন্ন ওয়ার্ডে অভিযান পরিচালনা করা হয়।
র্যাব-৭-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম সাংবাদিকদের বলেন, দেশের সরকারি মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে দালালদের দৌরাত্ম্য দিনে দিনে বেড়েই চলেছে। এ বিষয়ে র্যাবের কাছে সুনির্দিষ্ট কিছু অভিযোগ আসে। অভিযানের সময় উপস্থিত চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ১৪ জনকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে এক মাসের সশ্রম কারাদণ্ড দেন। অবশিষ্ট ২৪ জনকে এক মাসের কারাদণ্ড এবং ৫ হাজার টাকা জরিমানার আদেশ দেন ভ্রাম্যমাণ আদালতের বিচারক।