হোম > সারা দেশ > ব্রাহ্মণবাড়িয়া

আখাউড়ায় ছোট ভাইকে কুপিয়ে হত্যার চেষ্টা, ৯৯৯ নম্বরে ফোন

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পৈতৃক সম্পত্তি নিয়ে দ্বন্দ্বের জেরে দুই ভাইয়ের বিরুদ্ধে ছোট ভাইকে কুপিয়ে হত্যাচেষ্টার অভিযোগ পাওয়া গেছে। গতকাল বুধবার সন্ধ্যায় উপজেলার মোগড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ সময় ৯৯৯ নম্বরে ফোন পেয়ে পুলিশ গিয়ে তাঁকে উদ্ধার করে।

ভুক্তভোগী জামশেদ অভিযোগ করেন, ‘উপজেলার রাজধরগঞ্জের (মোগড়া বাজার) মৌজার ৫২ দাগের ৫.২২ শতক জায়গা বাড়িসহ দোকান ঘর আমার পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা আমাকে দানপত্র দলিল করে দিয়ে যান। যা আমি ভোগদখল করে আসছি। কিন্তু আমার বড় দুই ভাই এই সম্পত্তি দখলে নিতে মরিয়া। এমনকি জোর করে আমার দোকানের ভাড়া তুলে নিয়ে যাচ্ছেন তাঁরা। এসবের প্রতিবাদ করলে বড় দুই ভাই লোকজন নিয়ে আমাকে ঘরবন্দী করেন। এ সময় আমাকে মারধর করা হয়। জীবন বাঁচাতে আমি ৯৯৯ জরুরি সেবা নম্বরে ফোন করলে পুলিশ এলে প্রাণে রক্ষা পাই।’

এদিকে এই হামলার আগেই জীবনের নিরাপত্তা চেয়ে দুই বড় ভাই ইউনুস ভূঁইয়া ও নোয়াব ভূঁইয়ার বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করেন জামশেদ ভূঁইয়া। তাঁরা সবাই উপজেলার মোগড়া বাজার এলাকার মৃত আব্দুল হাকিম ভূঁইয়ার ছেলে।

তবে মো. ইউনুস ভূঁইয়া তাঁর বিরুদ্ধে আনা ছোট ভাইয়ের অভিযোগ অস্বীকার করেছেন। তিনি বলেন, তাঁদের পৈতৃক সম্পত্তি মৃত্যুর আগে বাবা সমানভাবে তিন ভাইকে বণ্টন করে দিয়ে যান। কিন্তু এখন এ সম্পত্তি নিয়ে মামলা চলছে। সুতরাং ফয়সালা আদালতেই হবে।

এ বিষয়ে জানতে চাইলে আখাউড়া থানার দায়িত্বরত কর্মকর্তা মো. শাহজাহান আজকের পত্রিকাকে বলেন, ৯৯৯ নম্বরে ফোন পেয়ে তিন ভাইয়ের সঙ্গে কথা বলে বিষয়টি মীমাংসা করার চেষ্টা চলছে।

বসতঘরে আগুনে প্রাণ গেল দাদি-নাতনির

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি