হোম > সারা দেশ > চট্টগ্রাম

বাল্য বিবাহের একদিন পর মিলল কিশোরীর ঝুলন্ত মরদেহ

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

কুমিল্লার চৌদ্দগ্রামে বিয়ের একদিন পর কিশোরী বধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার সকালে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রাম থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এর আগে গত শুক্রবার তার বিয়ে হয়। 

মৃত কিশোরীর নাম সাহিদা আক্তার (১৫)। সে উপজেলার শুভপুর ইউনিয়নের কটপাড়া গ্রামের বাহরাইন প্রবাসী মিজানুর রহমানের মেয়ে ও স্থানীয় কাদৈর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, লালমাই উপজেলার মিতল্লা গ্রামের প্রবাসী ফারুক মিয়ার ছেলে আল আমিনের সঙ্গে শুক্রবার সাহিদার বিয়ে হয়। শনিবার আল আমিনের বাড়িতে বৌ-ভাত অনুষ্ঠান শেষে স্বজনেরা সাহিদা আক্তারকে বাড়িতে নিয়ে আসে। এদিন রাতেই নতুন জামাই আল আমিন শ্বশুর বাড়িতে বেড়াতে আসে। রাতের খাবার খেয়ে নব দম্পতি ঘুমিয়ে পড়ে। আজ সকাল ৭টায় নানি খুরশিদা বেগমের চিৎকারে ঘর ও বাড়ির পাশে লোকজন এসে দেখে সাহিদা সিঁড়ির কক্ষের আড়ার সঙ্গে ওড়না পেঁচিয়ে ঝুলছে। কিছুক্ষণ পর জামাই আল আমিনও ঘুম থেকে উঠে এমন অবস্থা দেখে। 

স্থানীয় জানান, সাহিদার বাবা বাহরাইনে থাকেন। সাহিদা আক্তারের সৎ মা মুন্নি বেগম কারও সঙ্গে পরামর্শ না করেই নিজের মতো করে শুক্রবার আল আমিনের সঙ্গে বিয়ে দেন। 

আল আমিন বলেন, ‘শনিবার রাতের খাবার শেষে আমরা ঘুমিয়ে পড়ি। রোববার সকালে নানি শাশুড়ির চিৎকার শুনে ঘুম থেকে উঠে দেখি সাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। গত দুই দিনে আমাদের মাঝে কোনো ধরনের বাগ্‌বিতণ্ডা হয়নি। সে বিয়ের দিন থেকে চুপচাপ ছিল। কি কারণে আত্মহত্যা করেছে আমার জানা নেই।’ 

সাহিদা আক্তারের ছোট ভাই শাহাদাত হোসেন বলেন, ‘আমার বোন নবম শ্রেণির শিক্ষার্থী ছিলেন। পড়ালেখা সে ছিল মেধাবী। প্রায় ৮ বছর আগে আমার মা মৃত্যুবরণ করে। এরপর আমার বাবা দ্বিতীয় বিয়ে করেন। আমার সৎ মা মুন্নি বেগম কারও সঙ্গে পরামর্শ না করেই শুক্রবার বোনকে সৎ মায়ের নিকটাত্মীয়ের নিকট জোর করে বিয়ে দেয়। এ বিয়েতে আমার বোনের মতো ছিল না। আমার বোন আত্মহত্যা করেছে’। 

সাহিদা আক্তারের সৎ মা মুন্নি বেগম বলেন, ‘সকালে ঘুম থেকে উঠে দেখি সাহিদা গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে।’ কেন বাল্য বিবাহ দিলেন—এ প্রশ্ন করলে মুন্নি বেগম চুপ থাকেন। 

চৌদ্দগ্রাম থানার উপপরিদর্শক জাহাঙ্গীর হোসেন বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে সুরতহাল শেষে লাশ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তে মৃত্যুর আসল রহস্য জানা যাবে।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন