হোম > সারা দেশ > চট্টগ্রাম

দক্ষিণ চট্টগ্রামসহ দেশের শতাধিক গ্রামে ঈদুল ফিতর উদ্‌যাপন

কর্ণফুলী (চট্টগ্রাম) প্রতিনিধি 

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার বরুমচড়ায় আজ রোববার পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করছেন মুসল্লিরা। ছবি: আজকের পত্রিকা

দক্ষিণ চট্টগ্রাম ও দেশের বিভিন্ন জেলার শতাধিক গ্রামে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন করা হয়েছে। চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা হানাফি মাজহাবের অনুসরণ করে ঈদ পালন করেছেন। তাঁরা সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশে চাঁদ দেখা যাওয়ায় তাঁদের সঙ্গে মিল রেখে ঈদের নামাজ আদায় করেন।

মির্জাখীল দরবার শরিফ থেকে জানানো হয়েছে, তাঁদের অনুসরণ করে দেশের শতাধিক গ্রামে আজ ঈদুল ফিতর উদ্‌যাপন চলছে। এর মধ্যে রয়েছে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার মির্জাখীল, এওচিয়ার গাটিয়াডেঙ্গা, আলীনগর, মাদার্শা, খাগরিয়া, মৈশামুড়া, পুরানগড়, বাজালিয়া, মনেয়াবাদ, চরতি, সুঁইপুরা, হালুয়াঘোনা,  চন্দনাইশ উপজেলার কাঞ্চননগর, হারালা, বাইনজুরি, চরবরমা, কেশুয়া, কানাই মাদারি, সাতবাড়িয়া, বরকল, দোহাজারী, জামিরজুরি, বাঁশখালী উপজেলার কালিপুর, চাম্বল, ডোংরা, শেখেরখীল, ছনুয়া, পুইছড়ি, আনোয়ারা উপজেলার বরুমচড়া, তৈলারদ্বীপ, বারখাইন, খাসখামা, কাটাখালী, রায়পুর, গুজরা, লোহাগাড়া উপজেলার পুঁটিবিলা, কলাউজান, চুনতী এবং সীতাকুণ্ড উপজেলার মাহমুদাবাদ, বারৈয়াঢালা, বাঁশবাড়িয়া, সলিমপুর, মহালংকা, মিরসরাই, পটিয়া, বোয়ালখালী, হাটহাজারী, হাতিয়া, সন্দ্বীপ, রাউজান ও ফটিকছড়ি, ফেনী, রাঙামাটি, কুমিল্লা, ঢাকা, মুহাম্মদপুর, মুন্সীগঞ্জ, কিশোরগঞ্জ, নরসিংদী, মনোহরদী, মঠখোলা, বেলাব, আব্দুল্লাহনগর, কাপাসিয়া, চাঁদপুর জেলার মতলব, সিলেট, হবিগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, সুনামগঞ্জ, নোয়াখালী, বরিশাল, পটুয়াখালী, চুয়াডাঙ্গা, ভোলা প্রমুখ।

এর বাইরে, পার্বত্য জেলা বান্দরবানের লামা, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, কক্সবাজারের চকরিয়া, টেকনাফ, মহেশখালী ও কুতুবদিয়ার অনেক গ্রামে থাকা মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা পবিত্র ঈদুল ফিতর  উদ্‌যাপন করেছেন।

ঈদ উদ্‌যাপনের বিষয়ে মির্জাখীল দরবার শরিফের মুখপাত্র মোহাম্মদ মছউদুর রহমান বলেন, ‘আমরা হানাফি মাজহাবের অনুসারী হিসেবে আমাদের নিকটবর্তী সময়ের কম ব্যবধান এবং আমাদের পূর্বের দেশগুলোতে চন্দ্র দেখার বিবেচনায়, বৈজ্ঞানিক দৃষ্টিকোণ দ্রাঘিমাংশ ও অক্ষাংশের হিসাবে চাঁদের অবস্থান এবং মক্কা ও মদিনা শরিফে তথা আরব বিশ্বের চাঁদ দেখার খবর বিভিন্ন দেশি-বিদেশি ইলেকট্রনিক, প্রিন্ট মিডিয়ার মাধ্যমে জেনে ঈদুল ফিতর উদ্‌যাপন করেছি।

দরবারের সূত্র জানায়, মির্জাখীল দরবার শরিফের খানকাহ মাঠে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হয়। হজরত শাহ জাহাঁগীর শেখুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর ফখরুল আরেফীন (ক.), হজরত শাহ জাহাঁগীর শমসুল আরেফীন (ক.)-এর পদাঙ্ক অনুসরণ করে বর্তমান সাজ্জাদানশীন হজরত শাহ জাহাঁগীর তাজুল আরেফীন (ক.)-এর তত্ত্বাবধানে তাঁরই জানশীন হজরত ইমামুল আরেফীন ড. মাওলানা মুহাম্মদ মকছুদুর রহমান ঈদের নামাজে ইমামতি করেন।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের