সৌদিপ্রবাসীর স্ত্রীকে অপহরণের অভিযোগে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্যা ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি জোবায়েদ হোসেন জাবেদকে তাঁর পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে কাপ্তাই উপজেলা ছাত্রলীগের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
জানতে চাইলে রাঙামাটি জেলা ছাত্রলীগের সভাপতি রনি হোসেন বলেন, ‘এ সম্পর্কে আমি অবগত নই। মামলা হয়ে থাকলে উপজেলা ছাত্রলীগকে এ ব্যাপারে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া আছে।’
এর আগে ৩ জুলাই ছাত্রলীগের সভাপতি জুবায়েদ সৌদিপ্রবাসীর স্ত্রীকে চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার মরিয়ম নগর এলাকার ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের সামনে থেকে প্রাইভেট কারে করে তুলে নিয়ে যাওয়ার অভিযোগ ওঠে। এ ঘটনায় ওই দিনই রাঙ্গুনিয়া থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করা হয়।