২০২২ সালের জনশুমারি ও গৃহগণনা প্রতিবেদন অনুযায়ী ফেনী জেলায় প্রবাসীর সংখ্যা ১ লাখ ৫৪ হাজার ২৪৩ জন। যা জেলার মোট জনসংখ্যার ১০ দশমিক ৭০ শতাংশ।
গত বৃহস্পতিবার জনশুমারির ফেনী জেলার প্রতিবেদন প্রকাশনা অনুষ্ঠানে এ তথ্য জানানো হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান।
প্রতিবেদন অনুযায়ী, ফেনীর জনসংখ্যা ১৬ লাখ ৪৮ হাজার ৮৯৬ জন। তার মধ্যে ৪৭ দশমিক ৩৩ শতাংশ পুরুষ এবং ৫১ দশমিক ৬৭ শতাংশ নারী। মোট পরিবারের সংখ্যা ৩ লাখ ৭৭ হাজার ১৬৪টি। জেলায় জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ২২ শতাংশ। প্রতি বর্গকিলোমিটারে জনসংখ্যার ঘনত্ব ১ হাজার ৬৬৫ জন।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মোট জনসংখ্যার ৩৩ দশমিক ৮৫ শতাংশ পরিবার রেমিট্যান্স পেয়ে থাকেন। জেলায় ৭ বছর ও তার বেশি বয়সী জনগোষ্ঠীর সাক্ষরতার হার ৮০ দশমিক ৭৯ শতাংশ। জেলার মানুষের ৫৯ দশমিক ৪৬ শতাংশ নির্ভরশীল। যেখানে জাতীয়ভাবে নির্ভরশীলতার হার ৫৩ শতাংশ।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মুছাম্মৎ শাহীনা আক্তার।