হোম > সারা দেশ > চট্টগ্রাম

লোহাগাড়ায় অভিযানে অবৈধভাবে উত্তোলিত ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ

লোহাগাড়া (চট্টগ্রাম)  প্রতিনিধি

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার চুনতি সাতগড় এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ১১টি বালু স্তূপের মোট ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় অবৈধভাবে উত্তোলিত বালু স্তূপে লাল পতাকা টাঙানো হয়।

আজ সোমবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল সাড়ে ৪ টা পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান। এ সময় টের পেয়ে বালুখেকোরা পালিয়ে যান।

এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ শাহজাহান জানান, উপজেলার চুনতি ইউনিয়নের সাতগড় লাম্বাশিয়া এলাকা হতে একটি প্রভাবশালী চক্র অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। গোপন সংবাদের ভিত্তিতে অবৈধভাবে বালু উত্তোলনে দায়ে ১ লাখ ১০ হাজার ঘনফুট বালু জব্দ করা হয় এবং ১১ টি বালুর স্তূপে লাল পতাকা টাঙিয়ে দেওয়া হয়। অভিযানে কাউকে পাওয়া যায়নি।  

তিনি আরও বলেন, এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করা যাবে না। বালু উত্তোলনকারীরা যতই শক্তিশালী হোক না কেন কাউকে ছাড় দেওয়া হবে না। 

অভিযানের সময় লোহাগাড়া উপজেলা ভূমি অফিসের কর্মকর্তারাসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ