Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি

ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে ভাই-বোনের মৃত্যু

নানার বাড়িতে এসে কুমিল্লার চৌদ্দগ্রামে ডাকাতিয়া নদীতে নৌকাডুবিতে দুই ভাই-বোনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার উপজেলার গুণবতী ইউনিয়নের খাটরা এলাকায় এ ঘটনা ঘটে। 

খবর পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা অভিযান চালিয়ে দুজনের মরদেহ উদ্ধার করে। তারা উপজেলার গুণবতী ইউনিয়নের ঝিকড্ড গ্রামের আনিসুর রহমানের মেয়ে আনিকা রহমান অরণ্যা (১৮) ও ছেলে তানভীর রহমান (১৬)। 

গুণবতী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মোস্তফা কামাল আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। 

স্থানীয়রা জানান, নানার বাড়িতে বেড়াতে আসে আনিকা রহমান অরণ্যা ও তানভীর রহমান। বেলা সাড়ে ১১টার দিকে শখের বসে মামাতো ভাইসহ পরিবারের ছয়জন খাটরা গ্রামসংলগ্ন ডাকাতিয়া নদীতে নৌকা ভ্রমণে বের হয়। একপর্যায়ে দুপুরের দিকে প্রবল বাতাসে নৌকাটি উল্টে নদীতে ডুবে যায়।

এ সময় চারজন সাঁতরে প্রাণে বাঁচলেও অরণ্যা ও তানভীর পানিতে তলিয়ে যায়। খবর পেয়ে গ্রামের কয়েকজন উদ্ধার অভিযানে নামে নদীতে। দীর্ঘ সময় অভিযান চালিয়ে তানভীর রহমানকে উদ্ধার করা হয়। পরে ৯৯৯-এ ফোন করা হলে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিকেল পৌনে ৫টায় আনিকা রহমান অরণ্যার লাশ উদ্ধার করে।

এ বিষয়ে চৌদ্দগ্রাম ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সহকারী স্টেশন অফিসার মো. নূর জালাল প্রধান আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান শুরু করি। পরে চাঁদপুর থেকে ডুবুরি দল এনে বিকেল ৪টা ৫০ মিনিটে অরণ্যার লাশ উদ্ধার করা হয়।’

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি

গণপিটুনিতে নিহত জামায়াত কর্মী নেজাম ও তাঁর বাহিনী গুলি ছোড়ে, মিলেছে বিদেশি পিস্তল: পুলিশ

কসবায় স্ত্রী-শ্যালিকাকে হত্যা: চট্টগ্রাম থেকে স্বামী গ্রেপ্তার

টেকনাফে অপহরণকারীর আস্তানায় মিলল ১১ নারী ও শিশু

চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে দুই জাহাজের সংঘর্ষ