ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় পুকুর থেকে অর্ধগলিত অজ্ঞাত (৬০) এক বৃদ্ধের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে পৌরসভার দেবগ্রাম এলাকার দাগন খানের পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।
স্থানীয়রা জানান, সকালের দিকে এলাকার কয়েকজন লাশের গন্ধ পায়। অনেক খোঁজাখুঁজির পর দাগন খানের পুকুরে ভাসমান একটি লাশটি দেখতে পায়। পরে স্থানীয়রা পুকুরের ভাসমান অবস্থায় অজ্ঞাতনামা ব্যক্তির লাশ দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে অর্ধগলিত অবস্থায় বৃদ্ধের লাশ উদ্ধার করে। তাঁর পরনে গেঞ্জি, শার্ট ও লুঙ্গি ছিল।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম বিষয়টি নিশ্চিত করে জানান, এখন পর্যন্ত লাশের পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া মর্গে পাঠানো হয়েছে।