হোম > সারা দেশ > লক্ষ্মীপুর

রায়পুরে অতিরিক্ত গরমে ১৫ ছাত্রী অসুস্থ, হাসপাতালে ৯ জন 

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি

লক্ষ্মীপুরের রায়পুরে অতিরিক্ত গরমে এক বিদ্যালয়ের ১৪-১৫ জন ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। এদের মধ্যে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়ে বাড়ি গেছে।

আজ বুধবার বেলা ২টা থেকে বিকেল ৪টা পর্যন্ত উপজেলার রায়পুর ইউনিয়নের জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অসুস্থ হওয়া ছাত্রীরা সবাই অষ্টম থেকে নবম শ্রেণির শিক্ষার্থী।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেওয়া হলো ছাত্রীরা হলো নুহা (১৫), ইভা (১৫), সিমা (১৪), ফারিয়া সুলতানা (১৪), নুসরাত জাহান (১৫), মোহসেনা বেগম (১৪), ঝর্না আক্তার (১৫), রিয়া আক্তার (১৫) ও সানজিদা আক্তার (১৫)। তাদের মধ্যে দুজন বর্তমানে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন। আরও দুজন পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি আছে। বাকিরা বিভিন্ন বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন।

রায়পুর পৌর শহরের মা মনি স্পেশালাইজড হাসপাতালে (প্রা.) ভর্তি করা হয়েছে সানজিদা আক্তার ও নুহাকে। তাদের অক্সিজেন, স্যালাইন ও শরীরে বরফ দিয়ে গরমের তাপমাত্রা কমানোর চেষ্টা করতে দেখা গেছে।

এখানকার কর্তব্যরত চিকিৎসক (ডিউটি ডাক্তার) নজরুল ইসলাম জানান তারা উভয়ে আশঙ্কামুক্ত। ধীরে ধীরে শারীরিক পরিস্থিতির উন্নতি হচ্ছে।

বিকেল ৫টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য আনা হয় নবম শ্রেণির শিক্ষার্থী রিয়া আক্তার (১৫)। রিয়া আজকের পত্রিকাকে জানায়, প্রচণ্ড গরমে মধ্যাহ্ন বিরতির পর থেকেই তার শ্বাসকষ্টসহ শরীরে অসুস্থতাবোধ হতে থাকে। এরপর ধীরে ধীরে অনেকেই অসুস্থ হতে থাকলে তাদের ছুটি দেওয়া হয়। স্কুল ছুটির পর বাড়ি যাওয়ার পথে রিয়া রিকশাতেই লুটিয়ে পড়লে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়।

জনকল্যাণ বহুমুখী উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সেলিম বলেন, ‘মধ্যাহ্ন বিরতির পর ক্লাস শুরু হলে কয়েকজন ছাত্রী অতিরিক্ত গরমে অসুস্থ বোধ করে। ওই সময় আমরা তাদের পানি ও স্যালাইন খাইয়ে দিলে তারা কিছুটা সুস্থবোধ করলে বাড়িতে পৌঁছে দিই। এরপর আরও তিন-চারজন অসুস্থ হয়ে পড়ে। এভাবে দেখাদেখি আতঙ্কে ৯ জনের অবস্থা খারাপ দেখা যাওয়ায় তাদের হাসপাতালে ভর্তি করানো হয়। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।’

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্মরত চিকিৎসক পীযূষ কান্তি দাস বলেন, ‘অতিরিক্ত গরমে শরীরে পানি শূন্যতার কারণে এমনটি হয়ে থাকতে পারে বলে আমাদের ধারণা। তাদের চিকিৎসা চলছে। সবাই আশঙ্কামুক্ত।’

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ