হোম > সারা দেশ > চট্টগ্রাম

অপশক্তি সিন্ডিকেট করে পণ্যের সংকট সৃষ্টি করেছে: আ জ ম নাছির

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দীন বলেছেন, ‘পবিত্র রমজান মাসে দেশবিরোধী অপশক্তি সিন্ডিকেট করে নিত্যপণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করেছে। এর মাধ্যমে তারা গণমানুষের দুর্ভোগ বাড়াতে চায়। তাদের চিহ্নিত করে প্রতিটি মহল্লা ও ওয়ার্ডে প্রতিরোধের দুর্গ গড়ে তোলা হবে।’ 

আজ সোমবার নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে স্বাধীনতা দিবস উপলক্ষে মহানগর আওয়ামী লীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

আ জ ম নাছির বলেন, ‘শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগ এ দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব রক্ষায় অতন্দ্র প্রহরীর ভূমিকা পালন করে যাচ্ছে। শেখ হাসিনার আরাধ্য স্বপ্ন স্মার্ট বাংলাদেশ বাস্তবায়নে আগে আমাদের প্রত্যেককে স্মার্ট সিটিজেন হতে হবে।’ 

নগর আওয়ামী লীগের সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, ‘২৫ মার্চ মধ্যরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নারকীয় গণহত্যা শুরুর সঙ্গে সঙ্গেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ডাকে মহান মুক্তিযুদ্ধের সূচনা হয়। তাই এই মুক্তির সংগ্রাম এখনো চলমান। কেননা, বঙ্গবন্ধুর আরাধ্য স্বপ্ন ছিল সোনার বাংলা বাস্তবায়ন ও সর্বস্তরের গণমানুষের অর্থনৈতিক মুক্তি।’

ভারতের পণ্য বর্জনের বিষয়ে মাহতাব উদ্দিন বলেন, ‘মহান মুক্তিযুদ্ধসহ এ জাতির দুর্যোগ ও সংকটে ভারত আমাদের পাশে ছিল। আজ স্বাধীনতাবিরোধী শক্তি ও বিএনপি ভারতীয় পণ্য বর্জনের ডাক দিয়ে দেশে অর্থনৈতিক সংকট সৃষ্টির পাঁয়তারা চালাচ্ছে। তাদের অবশ্যই রুখে দাঁড়ানোর শক্তি আমাদের আছে এবং জনগণকে সঙ্গে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের মোকাবিলা করা হবে।’ 

সভায় উপস্থিত ছিলেন মহানগর আওয়ামী লীগের সহসভাপতি নঈম উদ্দিন চৌধুরী, অ্যাডভোকেট ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, উপদেষ্টা শেখ মাহমুদ ইসহাক, সাংগঠনিক সম্পাদক ও সাবেক এমপি নোমান আল মাহমুদ, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, শফিক আদনান, চৌধুরী হাসান মাহমুদ হাসনী প্রমুখ। সভা সঞ্চালনা করেন মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক শফিকুল ইসলাম ফারুক।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ