Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

অবশেষে গেটম্যান সাদ্দামকে বরখাস্ত করল রেলওয়ে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

অবশেষে গেটম্যান সাদ্দামকে বরখাস্ত করল রেলওয়ে

কোনো দুর্ঘটনা ঘটার পর অভিযোগ থাকলে অভিযুক্তকে সাময়িক বরখাস্ত করে তদন্তকাজ চালায় রেলওয়ে। কিন্তু চট্টগ্রামের মীরসরাইয়ের বড় তকিয়া এলাকায় মাইক্রোবাসকে ট্রেনের ধাক্কা দেওয়ার ঘটনায় আটক গেটম্যান সাদ্দাম হোসেনের বিরুদ্ধে ঘটনার ২০ ঘণ্টা পরও ব্যবস্থা নেওয়া হয়নি। এই বিষয়ে আজকের পত্রিকায় প্রতিবেদন প্রকাশের এক ঘণ্টার মাথায় সাময়িক বরখাস্ত করা হয় সেই গেটম্যান সাদ্দাম হোসেনকে।

আজ শনিবার সকালে ‘গেটম্যান সাদ্দামকে আসামি করে মামলা, ব্যবস্থা নেয়নি রেলওয়ে’ শিরোনামে প্রতিবেদনটি প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে রেলওয়ের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ বলেছিলেন, ‘তদন্তে দোষী সাব্যস্ত হলে তবেই ব্যবস্থা।’ 

এর প্রায় এক ঘণ্টা পর সুর পাল্টে তিনি বলছেন, ‘দায়িত্ব অবহেলার অভিযোগে সাদ্দাম হোসেনকে পুলিশ আটক করেছে। এ জন্য সাময়িক বরখাস্ত করা হয়েছে।’

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, ঘটনার সময় গেটম্যান ছিলেন না। ঘটনাস্থল থেকে ৫ মিনিট দূরে তাঁর বাসা। ঘটনার সময় তিনি বাসায় ছিলেন। 

গতকাল শুক্রবার চট্টগ্রামের মীরসরাই উপজেলায় বড় তাকিয়া স্টেশন এলাকায় মহানগর প্রভাতী ট্রেন ও পর্যটকবাহী মাইক্রোবাসের সংঘর্ষের ঘটনায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছে। এরই মধ্যে মরদেহগুলো পরিবারের সদস্যদের কাছে বুঝিয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন।

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার