হোম > সারা দেশ > চট্টগ্রাম

রাউজান বিএনপির ঘোষিত কমিটি বাতিলে ৭২ ঘণ্টার আলটিমেটাম

রাউজান (চট্টগ্রাম) সংবাদদাতা

রাউজানে সংবাদ সম্মেলন বক্তব্য দেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী। ছবি: আজকের পত্রিকা

রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা বিএনপির কমিটি বাতিলে জন্য ৭২ ঘণ্টার আলটিমেটাম দিয়েছেন দলের জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীসমর্থিত নেতা-কর্মীরা।

আজ বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) বিকেলে পৌর সদরের একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান তাঁরা।

সংবাদ সম্মেলনে তাঁরা বলেন, ২০ জানুয়ারি ঘোষিত রাউজান উপজেলা বিএনপি ও রাউজান পৌরসভা বিএনপির কমিটি আগামী ৭২ ঘণ্টার মধ্যে বাতিল করতে হবে। একই সঙ্গে রাউজান বিএনপির পকেট কমিটি বাতিল করে ত্যাগী নেতা-কর্মীদের নিয়ে সম্মেলন না দিলে কঠোর কর্মসূচি দেওয়া হবে। এসব কর্মসূচি পালনে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হলে এর দায়ভার উত্তর জেলা বিএনপির আহ্বায়ক ও নির্বাচন পরিচালনার দায়িত্ব থাকা নেতাদের নিতে হবে।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ মঞ্জুরুল আলম মঞ্জু। সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উত্তর জেলা বিএনপির সদস্য আবু জাফর চৌধুরী, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিব উল্লাহ মাস্টার ও বিএনপির নেতা ফিরোজ আহাম্মদ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নেতা ছৈয়্যদ ওয়াহিদুল আকবর নোমান, পৌর বিএনপি যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান সোহেল, সাবেক চেয়ারম্যান দিদারুল আলম, সাবেক চেয়ারম্যান কাজী আবুল বশর, মোজাহের আলম, রমিজ উদ্দিন চৌধুরী, নুরুল আলম, কাজী সরোয়ার মঞ্জু, মোহাম্মদ হারুন, জেলা যুবদলের সাবের সুলতান কাজল, ইউছুপ তালুকদার, মোজাম্মেল হক, শেখ নাজিম উদ্দিন, শাহাজান শাহিল, ছৈয়্যদ মো. তৌহিদুল আলম, এনাম উল্লাহ, আবুল কাসেম রানা, মুছা মিয়া প্রমুখ।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের