চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তালা কেটে চুরি হয়েছে। এ সময় নগদ টাকা, কম্পিউটারের সিপিইউর যন্ত্রাংশ ও একটি মনিটর নিয়ে যায় দুর্বৃত্তরা।
গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি হয়। এ ঘটনায় আজ রোববার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়।
ইউপি সচিব মিল্টন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পোপাদিয়া ইউপি কার্যালয়ের প্রতিটি কক্ষের তালা কেটে চোরের দল আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো করে ফেলেছে। নগদ ৩ হাজার ৯০০ টাকা, পরিষদের দুইটি সিপিইউ ও একটি মনিটর এবং একটি নষ্ট প্রিন্টার নিয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র পরিষদের বাইরে ফেলে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।