হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইউপি কার্যালয়ে তালা কেটে কম্পিউটারের যন্ত্রাংশ ও টাকা চুরি

বোয়ালখালী (চট্টগ্রাম) প্রতিনিধি

চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার পোপাদিয়া ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয়ের তালা কেটে চুরি হয়েছে। এ সময় নগদ টাকা, কম্পিউটারের সিপিইউর যন্ত্রাংশ ও একটি মনিটর নিয়ে যায় দুর্বৃত্তরা। 

গতকাল শনিবার দিবাগত রাতের কোনো এক সময় চুরি হয়। এ ঘটনায় আজ রোববার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। পরে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়। 

ইউপি সচিব মিল্টন চৌধুরী আজকের পত্রিকাকে জানান, পোপাদিয়া ইউপি কার্যালয়ের প্রতিটি কক্ষের তালা কেটে চোরের দল আসবাবপত্র ও নথিপত্র এলোমেলো করে ফেলেছে। নগদ ৩ হাজার ৯০০ টাকা, পরিষদের দুইটি সিপিইউ ও একটি মনিটর এবং একটি নষ্ট প্রিন্টার নিয়ে গেছে। তবে গুরুত্বপূর্ণ নথিপত্র পরিষদের বাইরে ফেলে গেছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

ইউপি চেয়ারম্যান এসএম জসিম উদ্দিন বলেন, চোরের দল কার্যালয়ের একাধিক কক্ষের তালা কেটে চুরি করেছে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। 

এ বিষয়ে বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আছহাব উদ্দিন বলেন, পোপাদিয়া ইউপি কার্যালয়ে চুরির ঘটনায় পুলিশ তদন্ত করছে। এ ব্যাপারে থানায় লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। 

এর আগে, গত ১৭ অক্টোবর রাতে উপজেলার সারোয়াতলী ইউপি কার্যালয়ে চুরি হয়। সে সময় পরিষদের একটি পোষা কুকুরকে মেরে কম্পিউটারের মূল্যবান যন্ত্রাংশ ও দুইটি ল্যাপটপ চুরি করে নিয়ে যাওয়া হয়।

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ