Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম ও রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি

শিক্ষিকার প্রহারে গুরুতর আহত শিশুশিক্ষার্থী
শিক্ষিকার প্রহারে আহত শিশুশিক্ষার্থী সায়মন ইসলাম। ছবি: আজকের পত্রিকা

পার্বত্য খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভায় সায়মন ইসলাম (৮) নামের তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীকে বেদম প্রহারের অভিযোগ উঠেছে। গতকাল রোববার দুপুরে পলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। অভিযুক্ত হলেন একই বিদ্যালয়ের সহকারী শিক্ষক রহিমা আক্তার।

জানা গেছে, আহত শিক্ষার্থীর বাবা আব্দুল রাব্বি পেশায় দিনমজুর এবং তাঁর মস্তিষ্ক বিকারগ্রস্ত। শিক্ষার্থীর চাচা জাকির হোসেন আজকের পত্রিকাকে জানান, ঘটনার দিন বিদ্যালয়ে পড়া সম্পন্ন করতে না পারায় তাঁর ভাতিজাকে বেদম প্রহার করেছেন সহকারী শিক্ষক রহিমা। সায়মনের পিঠে ও কোমরে বেত্রাঘাতের জখম রয়েছে।

জানতে চাইলে বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামীমা আক্তার বলেন, রোববার দুপুরে স্কুল ছুটির আধা ঘণ্টা আগে সহকারী শিক্ষক রহিমা আক্তার তৃতীয় শ্রেণির শিক্ষার্থী সায়মন ইসলামকে শ্রেণিকক্ষে বেদম প্রহার করে আহত করেন। এ ঘটনা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সহকারী শিক্ষা অফিসার স্কুলে এসে সরেজমিনে তদন্ত করে গেছেন। ভুক্তভোগী শিক্ষার্থীর চিকিৎসা এবং অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছেন।

এ বিষয়ে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসিবুদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘শিক্ষিকা কর্তৃক বেদম প্রহার করে আহত করার সত্যতা পেয়েছি। এ ঘটনায় মামলা করা হবে। মামলা করার জন্য ছাত্রের অভিভাবকদের খবর দেওয়া হয়েছে।’

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনজুরুল আলম বলেন, শিক্ষার্থী সায়মন ইসলামকে চিকিৎসা দেওয়া হয়েছে। কিছু পরীক্ষা দেওয়া হয়েছে। তবে শিক্ষকের শাস্তি নিশ্চিতে বিভাগীয় মামলাসহ সব ধরনের ব্যবস্থা গ্রহণ করা হবে।

বর্ণিল আয়োজনে পাহাড়ে বৈসাবি উৎসবের সূচনা

মাত্রাতিরিক্ত হরমোনে পাকানো আনারসে সয়লাব বাজার

কক্সবাজার সৈকতে পর্যটকদের ছবি তুলে হয়রানি, ১৭ ক্যামেরা জব্দ

হালদা ভ্যালিতে অভিযান, পানি টেনে নেওয়া পাম্পের বিদ্যুৎ বিচ্ছিন্ন

ঈদে বাড়িতে আসা চৌদ্দগ্রামের সেই মুক্তিযোদ্ধা কানুর বাড়িতে হামলা

ঈদে নানাবাড়ি বেড়াতে এসে পুকুরে ডুবে ভাই-বোনের মৃত্যু

পার্বত্য চট্টগ্রামের অর্থনৈতিক উন্নয়ন ঘটাতে চাই: পার্বত্য উপদেষ্টা

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক ৬ লেন করার দাবি

স্বেচ্ছাসেবক দল নেতার চোখে টর্চের আলো, পুলিশ সদস্যকে কুপিয়ে জখম

ইঁদুর মারার ফাঁদে প্রাণ গেল যুবকের