গ্রাহকের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম-১ এর ৪ সদস্যের একটি টিম এই অভিযান চালায়।
অভিযানে অংশ নেন উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, উপপরিচালক মো. আবু সাঈদ, সহকারী পরিচালক মো. এনামুল হক ও কনস্টেবল মো. ইমরান হোসাইন।
দুদক সূত্র জানায়, দুদকের হটলাইন নম্বর—১০৬-এ এক গ্রাহক সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। এ প্রেক্ষিতেই চমেক হাসপাতালে অভিযান চালানো হয়। এর মধ্যে হাসপাতালের প্রধান ওষুধ স্টোর ও যন্ত্রপাতি স্টোর এবং ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে ওষুধ সরবরাহের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদক টিম। তাঁরা অনিয়মের বিষয়ে প্রমাণ পান।
মো. নাজমুচ্ছায়াদাত আরও বলেন, আমরা কাগজপত্র নিয়েছি। বিষয়গুলো আরও তদন্ত করে দেখা হবে। এসব কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে।
দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালের একটি সিন্ডিকেট সরকারি ওষুধের সঙ্গে জড়িত। গত ৭ ফেব্রুয়ারি ২৬ নম্বর ওয়ার্ড থেকে ওষুধ চুরির অপরাধে দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।