Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চমেকে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

চমেকে অনিয়মের প্রমাণ পেয়েছে দুদক

গ্রাহকের অভিযোগের ভিত্তিতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম-১ এর ৪ সদস্যের একটি টিম এই অভিযান চালায়। 

অভিযানে অংশ নেন উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত, উপপরিচালক মো. আবু সাঈদ, সহকারী পরিচালক মো. এনামুল হক ও কনস্টেবল মো. ইমরান হোসাইন। 

দুদক সূত্র জানায়, দুদকের হটলাইন নম্বর—১০৬-এ এক গ্রাহক সরকারি ওষুধ না পাওয়ার অভিযোগ করেন। এ প্রেক্ষিতেই চমেক হাসপাতালে অভিযান চালানো হয়। এর মধ্যে হাসপাতালের প্রধান ওষুধ স্টোর ও যন্ত্রপাতি স্টোর এবং ২৬ নম্বর ওয়ার্ডে গিয়ে ওষুধ সরবরাহের বিভিন্ন তথ্য-উপাত্ত সংগ্রহ করে দুদক টিম। তাঁরা অনিয়মের বিষয়ে প্রমাণ পান। 

চমেকে দুদকের অভিযানদুদক কর্মকর্তা উপপরিচালক মো. নাজমুচ্ছায়াদাত সাংবাদিকদের বলেন, অল্প সময়ে সবকিছু পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব হয়নি। তবে ওষুধের স্টোরের হিসেবের সঙ্গে ফার্মেসিতে নিয়ে আসা হিসাবের মিল নেই। এসব হিসেব ঠিকভাবে রেজিস্ট্রার খাতায় লেখাও হয়নি। এ নিয়ে ফার্মেসিতে দায়িত্বরতকে জিজ্ঞাসাবাদ করলে, কোনো সদুত্তর তারা দিতে পারেনি। 

মো. নাজমুচ্ছায়াদাত আরও বলেন, আমরা কাগজপত্র নিয়েছি। বিষয়গুলো আরও তদন্ত করে দেখা হবে। এসব কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। 

দীর্ঘদিন ধরে চমেক হাসপাতালের একটি সিন্ডিকেট সরকারি ওষুধের সঙ্গে জড়িত। গত ৭ ফেব্রুয়ারি ২৬ নম্বর ওয়ার্ড থেকে ওষুধ চুরির অপরাধে দুই কর্মচারীকে আটক করে পুলিশ। এ ঘটনায় একটি তদন্ত কমিটিও গঠন করা হয়।

অভয়াশ্রমে জাটকা শিকার, আটক ১১ জেলে

নেশার টাকার জন্য মা-বাবাকে কুপিয়ে জখমের অভিযোগে যুবক আটক

লক্ষ্মীপুরে ‘ডাকাত আতঙ্ক, রাত জেগে পাহারায় এলাকাবাসী

সরাইলে ঝোপে পড়ে ছিল জীবিত কন্যাশিশু

সাতকানিয়ায় নিহত ২ জামায়াতের কর্মীর সহযোগীদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা

সয়াবিন তেল লুকানোয় ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৩৩

রাউজানে চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে হত্যা, যুবদলের মামুনসহ গ্রেপ্তার ২

গৃহপরিচারিকা ভাগনিকে খুনতির ছ্যাঁকা, ব্লেড-ছুরি দিয়ে জখম, মামা-মামি আটক

সাতকানিয়ায় গণপিটুনিতে দুজনের মৃত্যু: উদ্ধার হওয়া অস্ত্রটি সিএমপির কোতোয়ালি থানার