নিজস্ব প্রতিবেদক, কুমিল্লা থেকে
কুমিল্লা সিটি করপোরেশন (কুসিক) নির্বাচনের ফল ঘোষণাকে কেন্দ্র জেলা শিল্পকলা একডেমিতে বিশৃঙ্খলার কারণে ফল ঘোষণা বন্ধ রাখা হয়েছে। স্বতন্ত্র প্রার্থী মো. মনিরুল হক সাক্কু রাতে ফলাফল ঘোষণাকেন্দ্রে উপস্থিত হলে নৌকার সমর্থকেরা হট্টগোল শুরু করেন।
পরে ফল ঘোষণাকেন্দ্রে উপস্থিত থাকা সাক্কুর সমর্থকদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পাল্টাপাল্টি স্লোগানে একাডেমি হলে উত্তেজনা বাড়লে ফল ঘোষণা সাময়িক বন্ধ রাখা হয়। পরিস্থিতি সামাল দিতে সেখানে থাকা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা লাঠিচার্জ করেন।
কুসিক নির্বাচন ২০২২ সম্পর্কিত পড়ুন: