খাগড়াছড়ির পানছড়িতে ‘অপারেশন ডেভিল হান্ট’ অভিযানে তিন পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার রাতে পানছড়ির বিভিন্ন এলাকা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
থানা সূত্রে জানা গেছে, পানছড়ি থানা এলাকায় অভিযান চালিয়ে নগর গ্রামের বাসিন্দা ও উপজেলা আওয়ামী লীগের সদস্য মো. বেলাল হোসেন (৫০), মো. আক্তার হোসেন (৩৯) ও মোল্লা পাড়া গ্রামের বাসিন্দা ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক মো. আশরাফুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করা হয়।
পানছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জসিম উদ্দীন বলেন, পানছড়ি থানায় ৩ সেপ্টেম্বর দায়ের করা জিআর মামলার পলাতক আসামি তাঁরা। তাঁদের খাগড়াছড়ি আদালতে পাঠানো হয়েছে।