হোম > সারা দেশ > চট্টগ্রাম

মিয়ানমারের ৪ চাকমা নাগরিকের অনুপ্রবেশ, ফিরিয়ে দিল বিজিবি

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি  

ঘুমধুমের তুমব্রু বাইশফাঁড়ি সীমান্ত অতিক্রম করার সময় মিয়ানমারের চার নাগরিককে আটক করে পরে ফিরিয়ে দিয়েছে বিজিবি। আজ শুক্রবার দুপুর দেড়টার দিকে সীমান্ত পিলার ৩৭–এর কাছে আমবাগান নামক এলাকা দিয়ে তাঁরা প্রবেশ করার চেষ্টা করেন। এ সময় তাঁদের আটক করে ৩৪ বিজিবির অধীনস্থ বাইশফাঁড়ির বিওপি জোয়ানরা। 

বিজিবি সূত্র জানায়, ওই চারজন মিয়ানমারের মংডু শহরের ছামবারা গ্রাম থেকে পালিয়ে অনুপ্রবেশের চেষ্টা করেন। এ সময় টহলরত বাইশফাঁড়ি বিজিবির সদস্যরা তাঁদের আটক করেন। পরে অধিনায়কের নির্দেশে তাঁদের মিয়ানমারে পুশব্যাক করা হয়। তাঁদের মধ্যে ৩ জন নারী ও একটি ছেলে শিশু ছিল। 
 
মিয়ানমারের ওই নাগরিকেরা হলেন—মাতিনোও চাকমা (২৭), লয়াঅং (৪), মমাঅং চাকমা (২০) এবং খাইংম্মা চাকমা (২৫)। তাঁরা সবাই মংডু জেলার তুমব্রুর ছামবালা গ্রামের বাসিন্দা। 

৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবদুল্লাহ আল মাশরুকী বলেন, ‘অবৈধভাবে অনুপ্রবেশ করলে বিজিবি কর্তৃক আটক হন তাঁরা। এরপর তাঁদের একই দিন একই স্থান দিয়ে বেলা আড়াইটায় মিয়ানমারে পুশব্যাক করা হয়।’ 

উল্লেখ্য, মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে প্রাণ ভয়ে পালিয়ে এসে বাংলাদেশে আশ্রয় নিয়েছিলেন মিয়ানমারের সীমান্তরক্ষী বিজিপিসহ নিরাপত্তা বাহিনীর ৩৩০ সদস্য। গতকাল বৃহস্পতিবার বিকেলে তাঁদের মিয়ানমারে ফেরত পাঠানো হয়েছে।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন