চট্টগ্রামের রাউজানে জামাল খান (৬০) নামের এক বৃদ্ধের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল বৃহস্পতিবার সকালে রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল এলাকায় এ ঘটনা ঘটে।
জামাল খান রাউজান পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের মোবারকখীল গ্রামের তৈয়ব খানের ছেলে। তিনি দুই ছেলেসহ তিন সন্তানের বাবা।
স্থানীয় বাসিন্দা হৃদয় বলেন, গতকাল বৃহস্পতিবার সকালে জামাল খানের মরদেহ বাড়ির পাশে একটি গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁরা থানার ফোন নম্বরে কল করলে কোনো সাড়া পাননি। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা ঝুলন্ত অবস্থায় লাশটি উদ্ধার করেন।
হৃদয় বলেন, ‘প্রাথমিকভাবে মনে হচ্ছে জামাল খান আত্মহত্যা করেছেন। তবে কী কারণে আত্মহত্যা করেছেন, তা জানি না।’
এ বিষয়ে জানতে রাউজান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদ হাসানের সঙ্গে যোগাযোগ করা হলে দেশের বর্তমান পরিস্থিতিতে তাঁর বক্তব্য পাওয়া যায়নি।