হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির

নাইক্ষ্যংছড়ি (বান্দরবান) প্রতিনিধি 

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা

মিয়ানমারের রাখাইনে জান্তা বাহিনী ও সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরকান আর্মির গোলাগুলিতে ১৯ জন রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে অনুপ্রবেশে সময় নাইক্ষ্যংছড়িতে আটক করেছে বিজিবি। পরে কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। আজ সোমবার ৩৪ বিজিবি ব্যাটালিয়নের সদস্যরা টহলকালে তাদের আটক করে।

বিষয়টি নিশ্চিত করে ৩৪ বিজিবি অধিনায়ক লে কর্নেল আবদুল্লাহ আল মাশরুকি জানান, তিনি দেখভাল করেন ৩৪ বিজিবি অধীনস্থ এলাকা ঘুমধুম সীমান্ত। তার দায়িত্বপূর্ণ এলাকায় সর্বোচ্চ সতর্কাবস্থায় টহল ও পাহারায় রেখেছেন জোয়ানদের।

বিজিবি জানান, আজ বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তের ঘুমধুম বিওপির ২০০ মিটার উত্তর দিকে বাংলাদেশের অভ্যন্তরে তুমব্রু পশ্চিম কুল নামক স্থান থেকে ১৯ জন রোহিঙ্গাকে আটক করে ৩৪ বিজিবি। আটকদের মধ্যে তিনজন পুরুষ, আটজন নারী ও ৮ শিশু রয়েছে।

তারা জানায়, গত ৯ নভেম্বর থেকে আকিয়াব জেলার বিভিন্ন এলাকায় সামরিক বাহিনী ও আরকান আর্মির (এএ) মধ্যে তুমুল সংঘর্ষে প্রাণরক্ষা করতে পালিয়ে এসেছিল।

পরে বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে তাদের পুশব্যাক করা হয়। তারা সবাই মিয়ানমারের রাখাইন প্রদেশের আকিয়াব জেলার বুচিডং থানার তম বাজার এলাকার স্থায়ী বাসিন্দা।

নাইক্ষ্যংছড়ি সীমান্তে ২৪ রোহিঙ্গাকে পুশব্যাক বিজিবির। ছবি: আজকের পত্রিকা

অপরদিকে ১১ বিজিবি জানান, গতকাল রোববার অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করার সময় আটক ৫ রোহিঙ্গাকে পুশব্যাক করেছে তারা। যারা মিয়ানমারের মন্ডু জেলা শহরের বাসিন্দা ছিল।

১১ বিজিবি অধিনায়ক লে কর্নেল সাহল আহমেদ নোবেল বলেন, সীমান্তে বিজিবি কঠোর নজরদারিতে রয়েছে। কাউকেও ছাড় দেওয়া হচ্ছে না। তিনি সীমান্ত চোরাচালান ঠেকাতে রাত-দিন সর্বক্ষণ টহল ও পাহারা জোরদার করেছেন।

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন