হোম > সারা দেশ > চট্টগ্রাম

কক্সবাজারে ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত

কক্সবাজার প্রতিনিধি

কক্সবাজার শহরে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ইমন হাসান (১৮) নামের এক ওয়ার্ড ছাত্রলীগ নেতা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রাত ১১টায় শহরের বড় বাজারের পাশে সিকো বরফকলের সামনে তাঁকে ছুরিকাঘাত করা হয়। আজ শুক্রবার ভোরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়েছে। 

নিহত ইমন কক্সবাজার পৌরসভার উত্তর টেকপাড়া এলাকার বাসিন্দা এবং  বড় বাজারের খরুলিয়া পলিথিন হাউসের মালিক মো. হাছানের ছেলে। ইমন পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন।  

নিহত ইমনের বাবা মো. হাছানের অভিযোগ, পূর্বশত্রুতার জের ধরে আবদুল্লাহর নেতৃত্বে সাত-আটজন ইমনকে উপর্যুপরি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। বৃহস্পতিবার রাতে মোটরসাইকেল নিয়ে ইমন বাসায় যাওয়ার পথে সিকো বরফকলের সামনে এঘটনা ঘটে। 

গুরুতর আহত অবস্থায় তাঁকে জেলা সদর হাসপাতালে নিয়ে আসা হলে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে আজ শুক্রবার সকালে ইমনের মৃত্যু হয়। 

কক্সবাজার সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) সেলিম উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় এখনো মামলা হয়নি। ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে। 

দাউদকান্দিতে লরিচাপায় মোটরসাইকেল আরোহী ২ বন্ধু নিহত

ফেনীতে বিআরডিবির চেয়ারম্যান হলেন জামায়াত নেতা

খাজনার টাকা সরকারি কোষাগারে জমা না দিয়ে আত্মসাৎ, সার্ভেয়ারকে পুলিশে সোপর্দ

লক্ষ্মীপুরে খেলার সময় বিদ্যুতায়িত হয়ে ২ স্কুলছাত্রী আহত

চট্টগ্রামে সাবেক এমপি নদভী চার দিনের রিমান্ডে

কুমিল্লায় নাশকতার মামলা থেকে খালেদা জিয়াকে অব্যাহতি

এইচএসসির ফল জালিয়াতি: সাবেক সচিবসহ ৪ জনের নামে মামলা

চালের দাম আর বাড়বে না: খাদ্য উপদেষ্টা

পাহাড়ে ভুট্টার আড়ালে গাঁজা চাষ, ৫০ লাখ টাকার গাঁজা ধ্বংস

মাহুতের মমতায় বেড়ে উঠছে ‘বীর বাহাদুর’

সেকশন