চট্টগ্রামের মিরসরাই উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যানসহ দুই বিএনপি নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম শহরের বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন উপজেলা বিএনপির সদস্য ও সাবেক ভাইস চেয়ারম্যান মোহাম্মদ মাঈন উদ্দিন মাহমুদ (৫২) এবং মিরসরাই সদর ইউনিয়ন বিএনপির আহ্বায়ক নাছির উদ্দিন (৫১)।
মিরসরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কবির হোসেন বলেন, কয়েকটি নাশকতা মামলার আসামি মাঈন উদ্দিন মাহমুদ ও নাছির উদ্দিনকে গতকাল বৃহস্পতবার রাতে চট্টগ্রাম শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে।