‘বান্দরবানের থানচিকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলায় ক্লান্তিহীন কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের সহযোগিতা পেলে সে লক্ষ্যে পৌঁছতে পারব। আগামী বুধবার সকাল ১০টার দিকে ৫২ পরিবারকে নির্মিত মাচাং ঘরসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে।’
আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার প্রতিটি মানুষ খুঁজে পাবে নিরাপদ আশ্রয়। আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ। সারা দেশের মতো অত্র উপজেলায় ৩৩৯ পরিবার পাহাড়ি ডিজাইনের মাচাংঘর হস্তান্তর করা হবে।’
ইউএনও আরও বলেন, ‘আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অসমাপ্ত পাকাঘর ৭টি ও চতুর্থ পর্যায়ের ৪৫টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাচাংঘরসহ মোট ৫২টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও ভার্চুয়াল সংযোগের মাধ্যমে এর উদ্বোধন করবেন।’