Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

‘থানচিকে গৃহহীনমুক্ত করতে ক্লান্তিহীন কাজ করছি’

থানচি (বান্দরবান) প্রতিনিধি

‘থানচিকে গৃহহীনমুক্ত করতে ক্লান্তিহীন কাজ করছি’

‘বান্দরবানের থানচিকে ভূমিহীন-গৃহহীনমুক্ত উপজেলা করতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় উপজেলায় ক্লান্তিহীন কাজ করে যাচ্ছি। জনপ্রতিনিধি ও স্থানীয় সুশীল সমাজের সহযোগিতা পেলে সে লক্ষ্যে পৌঁছতে পারব। আগামী বুধবার সকাল ১০টার দিকে ৫২ পরিবারকে নির্মিত মাচাং ঘরসহ ঘরের চাবি হস্তান্তর করা হবে।’ 

আজ সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মুহা. আবুল মনসুর তাঁর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন। এ সময় তিনি বলেন, ‘জাতির পিতা স্বপ্ন দেখতেন সোনার বাংলার প্রতিটি মানুষ খুঁজে পাবে নিরাপদ আশ্রয়। আশ্রয়ণ প্রকল্প যেন সেই নিরাপদ আশ্রয়ের চূড়ান্ত রূপ। সারা দেশের মতো অত্র উপজেলায় ৩৩৯ পরিবার পাহাড়ি ডিজাইনের মাচাংঘর হস্তান্তর করা হবে।’ 

ইউএনও আরও বলেন, ‘আশ্রয়ণ-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের অসমাপ্ত পাকাঘর ৭টি ও চতুর্থ পর্যায়ের ৪৫টি ক্ষুদ্র-নৃগোষ্ঠীদের মাচাংঘরসহ মোট ৫২টি ঘরের চাবি হস্তান্তর করা হবে। আগামী ২২ মার্চ মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও ভার্চুয়াল সংযোগের মাধ্যমে এর উদ্বোধন করবেন।’ 

বান্দরবানের থানচিতে ভূমিহীনদের হস্তান্তরের জন্য নির্মিত ঘর। ছবি: আজকের পত্রিকাউপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) সুজন মিঞা জানান, দেশের একজন মানুষও গৃহহীন থাকবে না। প্রধানমন্ত্রীর এই ঘোষণা বাস্তবায়নে উপজেলার খাসজমিতে দুই শতাংশ করে গৃহনির্মাণ করা হচ্ছে। প্রতিটি আশ্রয়ণ প্রকল্পে সমবায়ভিত্তিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে চলছে রেজিস্ট্রেশনের কাজ। আশ্রয়ণের বাসিন্দাদের সুপেয় খাবার পানি ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের পরিকল্পনা রয়েছে। জেলা প্রশাসকের নির্দেশনা ও মুজিব বর্ষ উপলক্ষে একক গৃহনির্মাণ ও পরিকল্পনা সংক্রান্ত প্রকল্পের নিয়ম নিতি অনুসারে প্রকল্পের কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত

উপদেষ্টার প্রতিশ্রুত দুই দিন শেষ, কাটেনি তেলের সংকট

সাতকানিয়ায় নিহত জামায়াত কর্মীর লাশের পাশে ব্রাজিলের তৈরি অত্যাধুনিক পিস্তল

চট্টগ্রামে ওয়াসার পানিতে লবণাক্ততায় ক্যাবের উদ্বেগ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি: দুই মামলায় দুজন কারাগারে

কমলনগরে স্ত্রীর যৌতুক মামলায় কৃষি কর্মকর্তা কারাগারে