চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত (২২) এক তরুণের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে ওয়াহেদপুর এলাকার বড়তাকিয়া স্টেশন এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনের কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়ে ওই তরুণের মৃত্যু হয়।
সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম বলেন, ট্রেনে কাটা পড়ে তরুণের মৃত্যুর খবরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠায়। তবে তাঁর পরিচয় শনাক্ত করা যায়নি।
খোরশেদ আলম আরও বলেন, ধারণা করা হচ্ছে কর্ণফুলী এক্সপ্রেসে কাটা পড়ে তাঁর মৃত্যু হয়েছে। তাঁর শরীর থেকে হাত-পা বিচ্ছিন্ন হয়ে গেছে। ডিএনএ পরীক্ষার মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হবে।