কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারে দুই দিনে বিএনপির ছয় কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়েছে। সেই সঙ্গে নতুন করে আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে পাঁচ উপজেলায়। জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তি থেকে জানা গেছে, কক্সবাজার পৌরসভা, সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। আজ বৃহস্পতিবার জেলা বিএনপির সভাপতি শাহজাহান চৌধুরী ও সাধারণ সম্পাদক শামীম আরা স্বপ্না এসব কমিটি বাতিল করে নতুন আহ্বায়ক কমিটি অনুমোদন দেন।
গতকাল বুধবার জেলার চকরিয়া, কুতুবদিয়া ও উখিয়া উপজেলা কমিটিও বিলুপ্ত করা হয়। একই দিন কুতুবদিয়া ও উখিয়ায় আহ্বায়ক কমিটি অনুমোদন দিলেও চকরিয়ায় কমিটি ঘোষণা করা হয়নি।
ইউসুফ বদরী জানান, মেয়াদোত্তীর্ণ হওয়ায় কক্সবাজার পৌরসভা, কক্সবাজার সদর ও রামু উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা করা হয়। একই সঙ্গে তিনটি শাখাতেই ৭ সদস্য করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কক্সবাজার পৌরসভায় রফিকুল হুদা চৌধুরীকে আহ্বায়ক ও মোহাম্মদ আবুল কাসেমকে সদস্যসচিব করা হয়েছে। কক্সবাজার সদর উপজেলা আবদুল মাবুদকে আহ্বায়ক ও সৈয়দ নূরকে সচিব করা হয়েছে। এ ছাড়া রামু উপজেলায় মোক্তার আহমদকে আহ্বায়ক ও আবুল বশর বাবুকে সদস্যসচিব করা হয়েছে।
ইউসুফ বদরী জানান, নবগঠিত আহ্বায়ক কমিটিগুলোকে আগামী এক মাসের মধ্যে সম্মেলন ও কাউন্সিল আয়োজনের নির্দেশনা দেওয়া হয়েছে।