ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগরতলা সফরের কারণে আজ রোববার ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।
আখাউড়া স্থলবন্দর আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জানান, কোনো উপলক্ষে স্থলবন্দরে দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ঘোষণা করা হলে সেটি আনুষ্ঠানিকভাবে চিঠির মাধ্যমে নিশ্চিত করেন আগরতলা স্থলবন্দরের ইন্দো-বাংলা এক্সপোর্টার-ইমপোর্টার কমিউনিকেশন সেন্টারের সাধারণ সম্পাদক শিব শংকর দাস। তবে আজকে অনানুষ্ঠানিকভাবেই তারা বন্ধ রেখেছেন। সোমবার পুনরায় সকাল থেকে আমদানি-রপ্তানি শুরু হবে বলেও জানান তিনি।
তবে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও আখাউড়া চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের পারাপার স্বাভাবিক রয়েছে বলে জানান আখাউড়া চেকপোস্ট ইমিগ্রেশন ইনচার্জ স্বপন চন্দ্র দাস। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগরতলায় সফরের কারণে আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি রপ্তানি বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক বলেও জানান তিনি।