হোম > সারা দেশ > ফেনী

টাকার জন্য মাদকাসক্ত ছেলের হাতে খুন হলেন বাবা 

ছাগলনাইয়া (ফেনী) প্রতিনিধি

মাদকাসক্ত ছেলেকে টাকা না দেওয়ায় ফেনীর ছাগলনাইয়ায় খুন হলেন বাবা। গতকাল শনিবার রাত ১০টার দিকে উপজেলার দৌলতপুর গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে অভিযুক্ত ছেলে বোরহান উদ্দিনকে আটক করেছে পুলিশ। 

নিহত মো. রুহুল আমিন উপজেলার ঘোপাল ইউনিয়নের দৌলতপুর গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম কাস্টমসের অবসরপ্রাপ্ত সাব-ইন্সপেক্টর ছিলেন। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। এ ঘটনায় নিহতের মেয়ে তাছলিমা আক্তার বাদী হয়ে ছাগলনাইয়া থানায় একটি মামলা দায়ের করেছেন। 

এলাকাবাসী বলেন, বোরহান উদ্দিন (৪২) মাদকাসক্ত ছিল। প্রায় প্রতিদিনই মাদকের টাকার জন্য তার বাবা মো. রুহুল আমিনের (৯০) সঙ্গে ঝগড়া বিবাদে লিপ্ত হতো। গতকাল শনিবার রাতে মাদকের টাকা নিয়ে বাগ্‌বিতণ্ডার এক পর্যায় বোরহান তার বাবাকে মারধর করে। 

এ সময় মো. রুহুল আমিন গুরুতর আহত হন। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে ফেনী সদর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। 

ছাগলনাইয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুদ্বীপ রায় আজকের পত্রিকাকে বলেন, অভিযুক্ত বোরহান উদ্দিনকে আটক করা হয়েছে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে তালা লাগিয়ে অগ্নিসংযোগ: চার দিন পর হত্যা মামলা

চট্টগ্রামের ১৬ আসনের ৭টিতে বিএনপির চ্যালেঞ্জ বিএনপিই

চুরির স্বর্ণালংকার বিক্রির টাকায় রয়েল এনফিল্ড মোটরসাইকেল, গ্রেপ্তার ৪

হাতিয়ায় চর দখল নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ-গোলাগুলি, নিহত ৫

চালককে শ্বাসরোধ করে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, পটিয়ায় জনতার হাতে যুবক আটক

২৭-৩০ ডিসেম্বর রাতে কর্ণফুলী টানেলে নিয়ন্ত্রিত হবে যান চলাচল

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০