বান্দরবান প্রতিনিধি
বান্দরবানের লামায় পাহাড় কাটার দায়ে ২৩ ইটভাটা মালিককে ৩১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। আজ বৃহস্পতিবার পরিবেশ সংরক্ষণ আইনে এ ক্ষতিপূরণ আরোপ করা হয়।
পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম অঞ্চলের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, পরিবেশ ও প্রতিবেশের ক্ষতি সাধন করায় বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) এর ৭ ও ১২ ধারা আলোকে ২৩টি ইটভাটাকে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ফাইতং ইটভাটা মালিক সমিতির সাধারণ সম্পাদক কবির খান আজকের পত্রিকাকে বলেন, ‘বিভিন্ন উন্নয়নকাজের জন্য আমরা ইটভাটা করি। এই ইটভাটাগুলোতে প্রায় ৭-৮ হাজার শ্রমিক রয়েছে। এত টাকা জরিমানা করলে আমরা কীভাবে ইটভাটা চালাব। এভাবে জরিমানা করতে থাকলে আমরা ভবিষ্যতে আর ইটভাটা না করার সিদ্ধান্ত নিয়েছি।’
পরিবেশ অধিদপ্তর, চট্টগ্রাম অঞ্চলের পরিচালক (অতিরিক্ত দায়িত্ব) হিল্লোল বিশ্বাস আজকের পত্রিকাকে বলেন, ‘বান্দরবানের লামায় পাহাড় কেটে পরিবেশের ক্ষতি সাধন করায় ২৩ ইটভাটার মালিককে ৩১ লাখ ৪৫ হাজার টাকা জরিমানা করেছি। আমরা তাদের বলেছি, পাহাড় কেটে এ ধরনের ইটভাটা না করে আধুনিক পদ্ধতির ঝিকঝাক ইটভাটা তৈরি করার জন্য পরামর্শ দিয়েছি। আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’