চট্টগ্রাম নগরের খুলশীতে মশার ওষুধ পানের পর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খোরশেদা বেগম (৪০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই গৃহবধূর মৃত্যু হয়েছে।
নিহত নারী খুলশী থানাধীন সিটি করপোরেশন স্টাফ কোয়ার্টার কলোনি এলাকার মো. আবুল হোসেনের স্ত্রী।
খুলশী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সন্তোষ কুমার চাকমা আজকের পত্রিকাকে বলেন, রোববার ওই নারী মশা মারার তরল ওষুধ পান করেন। পরে তাঁকে পরিবারের লোকজন হাসপাতালে নিয়ে গিয়ে ভর্তি করেন। সোমবার তিনি চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহত নারী দীর্ঘদিন ধরে মানসিক দুশ্চিন্তাগ্রস্ত ছিলেন বলে জানা গেছে।