Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

সীতাকুণ্ডে স্বামীর সামনে নারীকে ধর্ষণের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

সীতাকুণ্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুণ্ডে স্বামীর সামনে নারীকে ধর্ষণের মামলায় ইউপি সদস্য গ্রেপ্তার 

চট্টগ্রামের সীতাকুণ্ডে স্বামীর সামনে নারীকে ধর্ষণের মামলায় অভিযুক্ত ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী ওরফে রবিনকে (৪০) গ্রেপ্তার করেছে পুলিশ। পরে তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। 

আজ সোমবার ভোররাতে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের লালানগর এলাকা থেকে রবিনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ। 

গ্রেপ্তার রবিন সোনাইছড়ি ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড (কেশবপুর) এলাকার ইউপি সদস্য। তিনি ওই এলাকার আবদুল হালিমের ছেলে। 

গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ বলেন, ‘এ ঘটনায় ভুক্তভোগী নারীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে একটি মামলা করেছেন। মামলার পরে অভিযুক্তকে গ্রেপ্তারে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ভোররাতে ছোট দারোগার হাটের লালানগর এলাকার জনৈক ইসমাইল হোসেনের বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি ধর্ষণের কথা স্বীকার করেছেন। তাঁকে সকালে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’ 

এর আগে গত শনিবার রাত সাড়ে ১০টায় কারখানার উদ্দেশে স্বামীর সঙ্গে বের হন ওই নারী শ্রমিক। তাঁরা কেশবপুর এলাকায় পৌঁছালে ৯ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য জাহেদ সুলতান চৌধুরী রবিন ওরফে রবিন ও তাঁর সহযোগীরা তাঁদের গতিরোধ করেন। এ সময় তাঁরা জোর করে নারী শ্রমিক ও তাঁর স্বামীকে ধরে ইউপি সদস্যের একটি ঘরে নিয়ে যান। পরে স্বামীকে মারধরের পাশাপাশি তাঁর টাকা, মোবাইল, অলংকার ছিনিয়ে নেন। তাঁকে প্রাণনাশের ভয়ভীতি দেখানোর পাশাপাশি বেঁধে রেখে তাঁর সামনে স্ত্রীকে ধর্ষণ করেন। ধর্ষণ শেষে ওই নারীর অনুরোধে তাঁকে ফোন ফিরিয়ে দিলে, ভুক্তভোগী কৌশলে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন করে তাঁদের উদ্ধারে পুলিশের সহায়তা চান। 

খবর পেয়ে সীতাকুণ্ড থানার উপপরিদর্শক (এসআই) হারুনুর রশিদ ঘটনাস্থল থেকে ধর্ষিতা নারী ও তাঁর স্বামীকে উদ্ধার করেন। তবে পুলিশ আসার আগেই ইউপি সদস্য ও তাঁর সহযোগীরা পালিয়ে যান। এ সময় ধর্ষণের প্রাথমিক আলামত পান তিনি। পরে ধর্ষিতা নারীকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান-স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসিতে) ভর্তি করান। পরে রোববার রাতে ওই ভুক্তভোগীর স্বামী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এতে ইউপি সদস্য রবিনের নাম উল্লেখসহ অজ্ঞাত দুজনকে আসামি করা হয়েছে। 

লক্ষ্মীপুরে ধর্ষণের শিকার কিশোরীকেই অপবাদ, হুমকির পর আত্মহত্যা

এবার মিয়ানমারে পাচার হলো পিকআপ-জিপ

প্রাথমিক শিক্ষাকে উন্নত করা গেলে সামাজিক বৈষম্য দূর হবে: উপদেষ্টা

সীতাকুণ্ডে সৈকতে বন্ধুকে বেঁধে রেখে কলেজছাত্রীকে ধর্ষণের অভিযোগ

কুমিল্লায় হত্যা মামলায় যুব মহিলা লীগ নেত্রী গ্রেপ্তার

হাসপাতাল থেকে অন্যের বাচ্চা নিয়ে উধাও নারী

কাজের সন্ধানে এসে অপহরণ চক্রের আস্তানায় যুবক, উদ্ধার করল যৌথ বাহিনী

চট্টগ্রামে টেম্পোচালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে মানুষ

নোয়াখালীতে ৯টি চোরাই মোবাইলসহ কক্সবাজারের তিন যুবক আটক

পাঁচ মাসের ব্যবধানে লারমা স্কয়ারে ফের আগুন