দেবিদ্বার (কুমিল্লা) প্রতিনিধি
কুমিল্লার দেবিদ্বারে সড়ক থেকে অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসন। আজ সোমবার (৩ এপ্রিল) দুপুর ১২টা থেকে বিকেল পর্যন্ত উপজেলার নিউমার্কেট এলাকার পান বাজার, কাঁচাবাজার ও মাছ বাজারে অভিযান চালানো হয়।
অভিযানে নেতৃত্ব দেন নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি অতিরিক্ত) মো. আশিকুর রহমান, দেবিদ্বার থানার একদল পুলিশ সদস্য।
আরও উপস্থিত ছিলেন পৌরসভার স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মো. নাহিদুল ইসলাম, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্যানিটারি পরিদর্শক মোছা. কামরুন নাহার।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমল কৃষ্ণ ধর বলেন, ‘নিউমার্কেট এলাকা যানজট মুক্ত করতে মহাসড়কের ওপরে গড়ে ওঠা অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়েছে। অভিযান শুরু হলে দোকানমালিকেরা স্বেচ্ছায় মালামাল সরিয়ে নিয়ে যান। ফের দোকানপাট বসানোর চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’
এ নিয়ে জানতে চাইলে দেবিদ্বার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নিগার সুলতানা বলেন, ‘কারও ক্ষতি করার জন্য অভিযান চালানো হয়নি। মানুষের দুর্ভোগ কমাতে উচ্ছেদ অভিযান চালানো হয়েছে। যারাই সরকারি জায়গা ও ফুটপাত দখল করে মানুষের দুর্ভোগ বাড়াবে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’