চাঁদপুর প্রতিনিধি
চাঁদপুরের হাজীগঞ্জে উত্তম বর্মণ (৬০) ও তাঁর স্ত্রী কাজলী রানীর (৪৫) হাত-পা বাঁধা লাশ উদ্ধার করা হয়েছে। আজ শুক্রবার ভোরে উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রাম থেকে দুজনের লাশ উদ্ধার করা হয়।
উত্তম বর্মণ কুমিল্লার লাকসাম উপজেলার হরমন চন্দ্র বর্মণের ছেলে। তিনি হাজীগঞ্জের বড়কুল উত্তর গ্রামের পাইন্না বাড়ির দুলাল সাহার বাড়ির কেয়ারটেকার ছিলেন। তা ছাড়া তিনি স্থানীয় মাছের আড়তে শ্রমিকের কাজ করতেন। তাঁর স্ত্রী কাজলী রানী অন্যের বাড়িতে ঝিয়ের কাজ করতেন।
আজ শুক্রবার বেলা ১১টার দিকে এসব তথ্য জানিয়ে উত্তম বর্মণের মেয়ে রিনা রানী বর্মণ বলেন, তাঁরা দুই বোন। তাঁর বিয়ে হয়েছে মতলবে। সকালে এ ঘটনার সংবাদ পেয়ে তিনি এসেছেন। তাঁদের বাড়ি লাকসামে হলেও দীর্ঘদিন ধরে হাজীগঞ্জে বসবাস করে আসছেন।
স্থানীয় বাসিন্দা সবিতা সাহা বলেন, সকালে পূজার জন্য ফুল তুলতে গিয়ে দেখেন উত্তম বর্মণ ও তাঁর স্ত্রী ঘুম থেকে ওঠেননি। ডেকে সাড়া-শব্দ না পেয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করেন। ভেতরে দরজা খোলা দেখে পাশের বাসার লোকজনকে খবর দেন। পরে দেখেন ঘরে দুজনের হাত-পা বাঁধা লাশ পড়ে আছে।
এ বিষয়ে জানতে চাইলে হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ আজকের পত্রিকাকে বলেন, হাত-পা বেঁধে বালিশ চাপা দিয়ে স্বামী-স্ত্রীকে শ্বাসরোধে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ ঘটনায় স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।