হোম > সারা দেশ > চট্টগ্রাম

১০ হাজার টাকা দামের কবুতরও মেলে মতলবের হাটে

মতলব (চাঁদপুর) প্রতিনিধি

হাট-বাজারের নাম শুনলেই আমরা মনে করি সেখানে বসেছে বিভিন্ন পণ্যের দোকান। কিন্তু চাঁদপুরের মতলবে দক্ষিণের তিন বাজারে বসে শুধু কবুতরের হাট। বাজারের নির্দিষ্ট একটি স্থানে শুধু শনি ও মঙ্গলবারে বসে এই কবুতরের হাট। 

জানা যায়, উপজেলার নায়েরগাঁও, নারায়ণপুর, মুন্সীরহাট এই তিনটি বাজারে বসে কবুতরের জমজমাট হাট। মতলবের বিভিন্ন স্থান থেকে ব্যবসায়ী ও সৌখিন কবুতর পালনকারীরা এসব বাজারে বিভিন্ন জাতের কবুতর ক্রয়-বিক্রয় করেন। 

এ বিষয়ে বাজারের ক্রেতা, বিক্রেতা ও স্থানীয়রা বলেন, এসব হাটে সর্বনিম্ন ৩৫০ থেকে সর্বোচ্চ ১০ হাজার টাকা দামের কবুতর পাওয়া যায়। মাঝে মধ্যে এর চেয়েও বেশি দামের কবুতর বাজারে ওঠে। হাটের দিন বেলা ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত। এ সময়ে এসব বাজারে কেনাবেচা চলে। মূলত দুপুরের পর থেকে এই হাটে বেচাকেনা বাড়তে থাকে। মতলব ও এর আশপাশের এলাকা থেকে লোকজন কবুতর নিয়ে এসব হাটে আসেন। এসব বাজারে বিভিন্ন ব্যক্তিরা যেমন তাঁদের পোষা কবুতর বিক্রি করতে আসেন, তেমনি পাইকারি বিক্রেতারাও কবুতর বিক্রি করে থাকেন এই হাটে। 

কবুতর হাটের বিষয়ে ক্রেতা সোলেমান মিয়া বলেন, 'দীর্ঘ অনেক বছর যাবৎ কবুতর লালন-পালন করি। কবুতর পালন করা শখের। আজকে এক জোড়া কবুতর কিনেছি।' 

এ বিষয়ে বিক্রেতা রাজা মিয়া বলেন, 'অনেক বছর যাবৎ কবুতর কেনা-বেচা করি। শনিবার আর মঙ্গলবার আসলেই নায়েরগাঁও বাজারে চলে আসি। আমার আয়টা বড় কথা নয়। শখ থেকেই ব্যবসার সঙ্গে জড়িত।' 

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন