Ajker Patrika
হোম > সারা দেশ > বান্দরবান

‘কেএনএফের পুঁতে রাখা’ মাইন বিস্ফোরণে সেনাসদস্য নিহত

চট্টগ্রাম প্রতিনিধি

‘কেএনএফের পুঁতে রাখা’ মাইন বিস্ফোরণে সেনাসদস্য নিহত

বান্দরবানে আবারও সশস্ত্র বিচ্ছিন্নতাবাদী সংগঠন কুকি-চিন ন্যাশনাল ফ্রন্টের (কেএনএফ) পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক সেনাসদস্য নিহত হয়েছেন বলে জানা গেছে। আজ বৃহস্পতিবার সকালের দিকে বিস্ফোরণে গুরুতর আহত হলে ওই সেনাসদস্যকে উদ্ধার করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

বান্দরবান জেলার রুমা উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় এ ঘটনাটি ঘটে। এসব তথ্য নিশ্চিত করেছেন রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন। 

নিহত সেনাসদস্যের নাম তুজাম হোসেন (৩০)। তিনি রাজবাড়ী জেলার বাসিন্দা। 
 
পুলিশ ও স্থানীয়রা বলছেন, উপজেলার রেমাক্রি-প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়া এলাকায় কেএনএফের একটি প্রশিক্ষণ ক্যাম্প রয়েছে বলে অভিযোগ পান রুমা সেনা জোনের সদস্যরা। ওই এলাকার বসবাসরত স্থানীয় বাসিন্দাদের এ অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ সকালের দিকে সেখানে অভিযান চালান তাঁরা। দলটি কেএনএফ প্রশিক্ষণ ক্যাম্পের কাছাকাছি পৌঁছালে সশস্ত্র সন্ত্রাসী দলটি পালিয়ে যায়। তবে এ সময় তাঁদের পুঁতে রাখা আইইডি মাইন (ইম্প্রোভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) বিস্ফোরণে সেনাসদস্য তুজাম গুরুতর আহত হন। পরে আশঙ্কাজনক অবস্থায় তাঁকে হেলিকপ্টারে করে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

রুমা থানার পরিদর্শক (তদন্ত) মো. মনির হোসেন আজকের পত্রিকাকে বলেন, ‘রেমাক্রি প্রাংসা ইউনিয়নের সৈলোপীপাড়ায় এ ঘটনা ঘটে। কেএনএফের পুঁতে রাখা মাইন বিস্ফোরণে সেনাসদস্য তুজাম হোসেন আহত হন। পরে তাঁকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওই সেনাসদস্যের মৃত্যু হয়। এ ঘটনায় তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।’

এর আগে ২৩ মে রুমা ও থানচি উপজেলার সীমান্তবর্তী ধোপানিছড়া বিজিবি ক্যাম্পের পার্শ্ববর্তী এলাকায় মাইন বিস্ফোরণে মো. রাশেদ (১৮) নামে এক শ্রমিক নিহত হন এবং দুলাল (৩৫) নামে আরেক শ্রমিক আহত হন।

চট্টগ্রামে চিরনিদ্রায় শায়িত হলেন ড. তোফায়েল আহমেদ

‘আদরের ছেলে রেখে চলে যাচ্ছি প্রবাসে’

চুরির অভিযোগে কর্মচারীর চুল কেটে শরীরে আলকাতরা, হোটেলমালিক আটক

হালদায় অভিযানে ২ জনের অর্থদণ্ড, জাল ও বড়শি জব্দ

৬ বছরে উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণের হার ১৫ থেকে বেড়ে ৫৬ শতাংশ

আসামি ধরতে গিয়ে শটগান হারানোয় কর্মকর্তাসহ ৬ পুলিশ সদস্য বরখাস্ত

অটোরিকশাচালককে গুলি করে হত্যার ঘটনায় যুবক গ্রেপ্তার

বিএনপি কর্মী হাকিম খুন: তৃণমূল বলছে দলীয় কর্মী, কেন্দ্রের দাবি ‘ভিত্তিহীন’

ওমানে মাইক্রোবাসের সঙ্গে ফিশিং কনটেইনার ট্রাকের সংঘর্ষে ঘটনাস্থলেই নিহত হন ৮ বাংলাদেশি: দূতাবাস

ওমানে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, ৮ বাংলাদেশি শ্রমিক নিহত