কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া বিপুল পরিমাণ ইলেকট্রনিক সামগ্রী ও অন্যান্য মালামাল জব্দ করেছে নৌবাহিনী। আজ সোমবার উপজেলার মাতারবাড়ী ইউনিয়নের মগডেইল গ্রামের একটি বাড়িতে এ অভিযান চালানো হয়।
আজ সন্ধ্যায় নৌবাহিনীর জনসংযোগ শাখা থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, একটি চোরাকারবারি চক্র সাম্প্রতিক সময়ে মাতারবাড়ী বিদ্যুৎকেন্দ্রের মূল্যবান সামগ্রী চুরি করে। এসব মালামাল স্থানীয় মগডেইল গ্রামের আবু সালেহের বাড়িতে মজুদ করে রাখে।
এ তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে নৌবাহিনীর একটি টিম। ওই বাড়ি তল্লাশি করে মাতারবাড়ী তাপবিদ্যুৎ কেন্দ্রের চুরি হওয়া জেনারেটর, রেফ্রিজারেটর, পাম্প, ব্যাটারি, অগ্নিনির্বাপণী বিভিন্ন উপকরণ, কম্পিউটারের বিভিন্ন পার্টস, প্রিন্টার, পানির পাইপ, বেশকিছু ফ্যান, গ্রিজার, সাবমারসিবল পাম্প, পোর্টেবল বেডের ফ্রেম, টিন, অ্যাঙ্গেল বার ও ট্রান্সফরমার।
এ সব মালামাল বিভিন্ন সময়ে একটি চক্র চুরি করে আবু সালেহর বাড়িতে রাখা হয়। জব্দকৃত মালামালসমূহ পরবর্তী কার্যক্রমের জন্য মহেশখালী থানায় হস্তান্তর করা হয়ে বলে প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
মহেশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায়সার হামিদ বলেন, ‘এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।’