রামগড়-সাব্রুম সীমান্তে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতু-১ সরেজমিনে পরিদর্শন করেছেন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক সিনিয়র সচিব সাজ্জাদুল হাসান। আজ বুধবার বিকেলে ত্রিপুরা সফরে এসে সাবরুম থেকে এ মৈত্রী সেতু পরিদর্শনে আসেন তিনি। সময় তাঁর সহধর্মিণী ছাড়াও সাবরুমের এসডিপিও এস কে জমাতিয়া, এসটিও অমিতাভ চাকমাসহ বিএসএফের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মৈত্রী সেতু পরিদর্শনকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের চেয়ারম্যান সাজ্জাদুল হাসান সাংবাদিকদের বলেন, মহান মুক্তিযুদ্ধে ভারতের ত্রিপুরার মানুষের অসামান্য অবদান রয়েছে। লাখ লাখ বাংলাদেশি শরণার্থীদের আশ্রয় দিয়ে খাদ্য দিয়ে বাঁচিয়েছিল। মুক্তিযোদ্ধাদের প্রশিক্ষণ ও অস্ত্রশস্ত্র দিয়ে আমাদের স্বাধীনতা সংগ্রামে প্রত্যক্ষভাবে সহায়তা দিয়েছিল। এ জন্য আমরা ত্রিপুরাবাসির কাছে চির ঋণী।
এয়ারলাইনসের চেয়ারম্যান বলেন, মহান মুক্তিযুদ্ধে ত্রিপুরার স্মৃতি বিজড়িত স্থানগুলো স্বচক্ষে দেখাই তাঁর ত্রিপুরা সফরের উদ্দেশ্য। সেই সঙ্গে বাংলাদেশ-ভারত মৈত্রী সেতুর মাধ্যমে দুই দেশের ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হলো বলে মন্তব্য করেন তিনি।