হোম > সারা দেশ > চট্টগ্রাম

বিস্কুটের কার্টনে নবজাতকের মরদেহ, সঙ্গে কাফনের কাপড় ও টাকা

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি

কক্সবাজারের চকরিয়া উপজেলায় একটি মসজিদের উঠানে কালো পলিথিনে মোড়ানো বিস্কুটের কার্টনের ভেতরে মিলেছে এক নবজাতকের মরদেহ। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদে এশার নামাজ পড়তে আসা মুসল্লিদের উঠানে কার্টন দেখে সন্দেহ হলে খোলার পর এক নবজাতের মরদেহ দেখতে পান। খবর পেয়ে চকরিয়া থানার পুলিশ সদস্যরা গিয়ে মরদেহটি উদ্ধার করেন। চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

নবজাতকটির বয়স এক দিন হতে পারে বলে ধারণা করছে পুলিশ। তবে তার শরীরে কোনো আঘাত বা জখমের চিহ্ন পাওয়া যায়নি।

মুসল্লিরা জানান, মাইজঘোনা কেন্দ্রীয় জামে মসজিদের উঠানে মঙ্গলবার দুপুর থেকে কালো পলিথিন মোড়ানো একটি বিস্কুটের কার্টন পড়ে ছিল। তখন এটা নিয়ে কেউ তেমন মাথা ঘামায়নি। এশার নামাজ পড়তে আসা মুসল্লিরা আবার কার্টনটি দেখেন। তখন সন্দেহ হলে এটা খুলে কাগজে মোড়ানো নবজাতকের মরদেহ আবিষ্কার করেন। সঙ্গে কাফনের কাপড় এবং ২০০ টাকাও পাওয়া যায়। পরে স্থানীয় লোকজন চকরিয়া থানার পুলিশকে খবর দেয়। 

চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) অরুপ কুমার চৌধুরী বলেন, ‘কার্টনের ভেতরে নবজাতক থাকার খবর পেয়ে পুলিশ গিয়ে মরদেহটি উদ্ধার করে। এরপর সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে স্থানীয় কবরস্থানে নবজাতকের লাশ দাফন করা হয়। তবে কে বা কারা নবজাতকের মরদেহ ফেলে গেছে, তা জানা যায়নি।’

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

টেকনাফে রোহিঙ্গা ক্যাম্পে আগুন, দগ্ধ শিশুর মৃত্যু

চট্টগ্রাম থেকে পাইপে তেল নারায়ণগঞ্জে

সেকশন