হোম > সারা দেশ > চাঁদপুর

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কে দুই শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

চাঁদপুর প্রতিনিধি

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। ছবি: সংগৃহীত

চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়েছে। আজ সোমবার সকাল থেকে দুপুর পর্যন্ত হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) চাঁদপুরের সড়ক বিভাগ যৌথ উদ্যোগে রাস্তার জায়গায় গড়ে ওঠা এসব অবৈধ ব্যবসা প্রতিষ্ঠান ও স্থাপনা উচ্ছেদ করা হয়।

উচ্ছেদ অভিযানে জেলা প্রশাসনের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট রিফাত জাহান।

তিনি বলেন, সড়কে যানজট নিরসন ও যানবাহন চলাচল সুগম করার লক্ষ্যে এ অভিযান পরিচালিত হচ্ছে। সরকারি নির্দেশনা বাস্তবায়নে সড়ক বিভাগ ও যৌথ বাহিনী সহযোগিতা করেছে।

বাকিলার স্থানীয় বাসিন্দারা জানান, এর আগেও চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের বাকিলা বাজার এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। কিন্তু কয়েক দিন পরে আবারও সড়কের দুই পাশ দখল হয়ে যায়। উচ্ছেদ করে সরকারের যে অর্থ ও সময় ব্যয় হয় সেটির ফলাফল আর পাওয়া যায় না।

হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে জেলা প্রশাসন ও সড়ক ও জনপথ অধিদপ্তর (সওজ) উচ্ছেদ অভিযান চালায়। ছবি: সংগৃহীত

তারা আরও জানান, উচ্ছেদ অভিযানের টের পেয়ে অবৈধ দখলে থাকা কিছু ব্যবসায়ী গতকাল রাতে ও আজ সকালে তাদের স্থাপনা ভেঙে ব্যবসা প্রতিষ্ঠান ও মালামাল সরিয়ে নিয়ে যায়।

সওজ সড়ক উপবিভাগ চাঁদপুরের উপবিভাগীয় প্রকৌশলী (অতিরিক্ত দায়িত্ব) ওয়াছিউদ্দিন আহমেদ বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত চাঁদপুর-কুমিল্লা আঞ্চলিক সড়কের হাজীগঞ্জ উপজেলার বাকিলা বাজারে সড়কের জায়গায় গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কের দুই পাশে গড়ে ওঠা দুই শতাধিক অবৈধ স্থাপনা ও ব্যবসা প্রতিষ্ঠান উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে এ সড়কের অন্য স্থানে উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে।

অভিযানে সেনাবাহিনী ও হাজীগঞ্জ থানার একদল পুলিশ সার্বিক সহযোগিতা করেন।

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ

চট্টগ্রামে ভারতীয় হাইকমিশন ও মিডিয়া ভবনে নিরাপত্তা জোরদার