Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নিখোঁজের এক দিন পর তিতাস নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার 

ব্রাহ্মণবাড়িয়ার সরাইলে নিখোঁজের এক দিন পর এক বৃদ্ধের লাশ উদ্ধার করা হয়েছে। আজ রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল বাজারের পাশ দিয়ে প্রবাহিত তিতাস নদী থেকে শহিদ মিয়া (৬২) নামের ওই বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার করে পুলিশ। সরাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

শহিদ মিয়া অরুয়াইল ইউনিয়নের রাণীদিয়া গ্রামের মৃত কালা মিয়ার ছেলে। তাঁর চার মেয়ে ও তিন ছেলে রয়েছে।

স্থানীয় লোকজন ও স্বজনেরা জানান, শনিবার ভোরে ফজরের নামাজ পড়ে বাড়ি থেকে বের হন শহিদ মিয়া। এরপর থেকে তাঁর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। রোববার বেলা ১১টার দিকে অরুয়াইল দক্ষিণ বাজার এলাকার তিতাস নদীতে একটি লাশ ভাসতে দেখেন যাত্রীবাহী নৌকার লোকেরা। খবর পেয়ে লাশটি উদ্ধার করে সরাইল থানার পুলিশ। পরে শহিদ মিয়ার ছেলে মোস্তাকিম তাঁর বাবার লাশ শনাক্ত করেন।

শহিদ মিয়ার মেয়েজামাই কিতাব আলী মাস্টার বলেন, ‘কুলিয়ারচর থেকে নৌকায় করে বাঁশ আনার উদ্দেশ্যে শনিবার ভোরে বাড়ি থেকে বের হন। রাতে বাড়িতে না ফেরার কারণে আমাদের মনে সন্দেহ জাগে। আমরা খোঁজাখুঁজি করতে থাকি। খোঁজ না পেয়ে রোববার সকালে সরাইল থানায় জিডি করা হয়। আজ বেলা ১১টায় তিতাস নদীতে তাঁর লাশ পাওয়া যায়।’

সরাইল থানার ওসি মো. আসলাম হোসেন বলেন, বৃদ্ধের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি