সড়ক দুর্ঘটনায় ফেনী সদর উপজেলার কালিদহ ইউনিয়নের পূর্ব গোবিন্দপুর গ্রামের জাবের আহম্মেদের (২৬) মৃত্যু হয়েছে। তাঁর মৃতদেহ দেখে চাচা খায়েজ আহম্মেদ ওরফে রবি মেস্ত্রিরও (৫৭) তাৎক্ষণিক মৃত্যু হয়েছে।
আজ সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
ফেনী সদর উপজেলার ভাইস চেয়ারম্যান শহিদ খোন্দকার জানান, জাবের আহম্মেদ আজ ফেনীর গ্রামের বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে যাওয়ার পথে মিরসরাই এলাকার বড়তাকিয়ায় সড়ক দুর্ঘটনায় প্রাণ হারান। মরদেহ বাড়িতে নিয়ে আসার পর তাঁকে দেখেই চাচা রবি মেস্ত্রি হার্ট অ্যাটাক হয়ে ঘটনাস্থলেই মারা যান।
ফেনী মডেল থানার ওসি নিজাম উদ্দিন বলেন, ‘জাবেরের লাশ বাড়িতে আনলে দেখার সঙ্গে সঙ্গে চাচা মৃত্যুর কোলে ঢলে পড়েন। এ ব্যাপারে থানায় কেউ অভিযোগ করেনি।’