নোয়াখালীর সুবর্ণচরে তাছলিমা বেগম রুনা (২৮) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে চরজব্বার থানার পুলিশ। আজ শনিবার দুপুর ১২টার দিকে উপজেলার নয়াপাড়া এলাকা থেকে মরদেহ উদ্ধার করা হয়।
মৃত তাছলিমা বেগম রুনা উপজেলার ৬ নম্বর আমানুল্লাহ ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের নয়াপাড়া গ্রামের মো. ইসলামের মেয়ে। তিনি তিন সন্তানের জননী ছিলেন।
স্থানীয় বাসিন্দা জান্নাতুল ফাতেহা বলেন, আজ ভোর ৬টার দিকে ওই গৃহবধূ তাঁর নিজ বসতঘর থেকে ৫০-৬০ ফুট দূরের একটি গাছের সঙ্গে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। পরে ঝুলন্ত মরদেহ দেখতে পেয়ে বাড়ির লোকজন চরজব্বার থানার পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ এসে দুপুর ১২টার দিকে মরদেহ উদ্ধার করে।
এ বিষয়ে স্থানীয়রা জানান, পারিবারিক কলহের জেরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন তাছলিমা বেগম। তবে পুলিশ তাৎক্ষণিক আত্মহত্যার কোনো কারণ জানাতে পারেনি।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাশ বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যাবিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তবে এ ঘটনায় এখনো কেউ কোনো অভিযোগ করেননি।