হোম > সারা দেশ > চট্টগ্রাম

নোয়াখালীতে যুবকের মরদেহ উদ্ধার, মাথায় আঘাতের চিহ্ন

নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলার নাটেশ্বর ইউনিয়নে শাহিদুজ্জামান পলাশ ওজি (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করছে পুলিশ। মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করে তাঁকে হত্যা করা হয়েছে বলে ধারণা করছে পুলিশ। গতকাল শনিবার রাত ১২টার দিকে ৮ নম্বর ওয়ার্ডের নাটেশ্বর গ্রাম থেকে পুলিশ পলাশের মৃতদেহ উদ্ধার করে। সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন। 

নিহত পলাশ নাটেশ্বর গ্রামের জামাল হোসেনের ছেলে। 

স্থানীয় সূত্রে জানা গেছে, পাঁচ বছর আগে সৌদি আরব থেকে দেশে আসেন পলাশ। এরই মধ্যে পুনরায় ইতালি যাওয়ার জন্য টাকাও জমা দিয়েছেন। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) আসনের কাঁচি প্রতীকের স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া মানিকের পক্ষে সক্রিয়ভাবে কাজ করেন পলাশ। নির্বাচনের দিন একটি কেন্দ্রে এজেন্টের দায়িত্বে ছিলেন তিনি। তবে এই হত্যাকাণ্ডের কারণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ। 

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মৃতদেহ উদ্ধার করা হয়েছে। তাঁর মাথায় ভারী কোনো জিনিস দিয়ে আঘাত করা হয়েছে। 

ওসি বলেন, ঘটনাস্থলে এসে নিহতের স্ত্রী ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, পলাশ ওজি স্ত্রী-সন্তানর নিয়ে শ্বশুরবাড়িতে থাকতেন। তাঁর নিজ বাড়িতে (ঘটনাস্থল) একটি বসতঘরের পাশাপাশি একটি মুরগির খামার ছিল। এগুলো দেখাশোনা করতে পলাশ এখানে আসতেন। গতকাল শনিবার বিকেলে কিছু মুরগি বিক্রি করার পর খামারে কর্মরত দুই কর্মচারী সন্ধ্যায় চলে গেলে পলাশ একা খামারে ছিলেন। রাত ৮টার দিকে স্ত্রীর সঙ্গে মোবাইল ফোনে কথা বলেন এবং খামার থেকে একটি পার্টিতে গিয়ে রাতে বাড়ি ফিরবেন বলে জানান।

ওসি জানান, রাত ১০টার দিকে স্থানীয় লোকজন তাঁর ঘরের পাশে পলাশের রক্তাক্ত মৃতদেহ পড়ে থাকতে দেখে। বিষয়টি নিয়ে কাজ করা হচ্ছে এবং হত্যার কারণ অনুসন্ধানের চেষ্টা চলছে। মৃতদেহের ময়নাতদন্ত শেষে জানা যাবে, কীভাবে তাঁকে হত্যা করা হয়েছে।

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

সেকশন