Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের টিকা, কাল থেকে প্রয়োগ

নিজস্ব প্রতিবেদক

চট্টগ্রামে পৌঁছেছে সিনোফার্মের টিকা, কাল থেকে প্রয়োগ

চট্টগ্রাম: অপেক্ষার পালা ফুরাল। চট্টগ্রামে এসেছে পৌঁছেছে চীনা কোম্পানি সিনোফার্মের ৯১ হাজার ২০০ ডোজ টিকা। আগামীকাল শনিবার থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল কেন্দ্রে টিকা দেওয়া শুরু হবে। সংকটের কারণে গত মে মাসের শুরুতে সারা দেশের মতো চট্টগ্রামেও টিকা কার্যক্রম বন্ধ হয়ে যায়। ভারতের সেরাম ইনস্টিটিউট চুক্তি অনুযায়ী অক্সফোর্ড–অ্যাস্ট্রাজেনেকার টিকা না দেওয়ায় এই সংকট তৈরি হয়।

আজ শুক্রবার সকালে সিনোফার্মের টিকা চট্টগ্রামে পৌঁছায়। এসব টিকা গ্রহণ করেন চট্টগ্রামের সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি। এসব টিকা সিভিল সার্জন কার্যালয়ের ইপিআই কোল্ডস্টোরে সংরক্ষণ করা হয়েছে।

জানা গেছে, চট্টগ্রামের পাঁচ জেলার জন্য মোট ১ লাখ ১৪ হাজার ডোজ টিকা বরাদ্দ দেওয়া হয়েছে। এর মধ্যে চট্টগ্রাম জেলার জন্য ৯১ হাজার ২০০ ডোজ, কক্সবাজার জেলার জন্য ১০ হাজার ৮০০ ডোজ, রাঙামাটি জেলার জন্য ৪ হাজার ৮০০ ডোজ, খাগড়াছড়ি জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ এবং বান্দরবান জেলার জন্য ৩ হাজার ৬০০ ডোজ।

চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি আজকের পত্রিকাকে বলেন, ৯১ হাজার ২০০ ডোজ টিকা পেয়েছি। শনিবার থেকে চমেক কেন্দ্রে টিকা দেওয়া কার্যক্রম শুরু হবে। মেডিকেল শিক্ষার্থীরা অগ্রাধিকার পাবেন।

এর আগে দুই দফায় চট্টগ্রামে প্রায় ৮ লাখ টিকা এসেছিল। সেগুলো ছিল অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার কোভিশিল্ড টিকা।

জানা গেছে, চট্টগ্রামে নিবন্ধন করে টিকার জন্য অপেক্ষায় আছেন ১ লাখ ১৫ হাজার মানুষ।

ছয় ট্রলারসহ আটক ৫৬ বাংলাদেশি জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী

রিজওয়ানা হাসানের গাড়িতে হামলা: প্রধান আসামি চসিকের সাবেক কাউন্সিলর জসিম অবশেষে গ্রেপ্তার

দেনমোহরের টাকা পরিশোধ করতে হবে মুদ্রাস্ফীতির সঙ্গে মিল রেখে

বৈষম্যবিরোধী পরিচয়ে ব্যবসায়ীকে অপহরণ, ৫ ঘণ্টা পর মুক্তি

চাঁদার জন্য যুবককে মারধর, যুবদল নেতা কারাগারে

ফেসবুক লাইভে এসে ‘জয় বাংলা’ স্লোগান, যুবলীগ কর্মী আটক

কাপ্তাইয়ে পানির সংকট, শুধু এক ইউনিটে বিদ্যুৎ উৎপাদন

শহীদ সামাদ ভাইদের স্বপ্ন আমাদের পূরণ করতে হবে: হাসনাত আব্দুল্লাহ

চকরিয়ায় থানার ফটকে সাংবাদিককে মারধর করে ছিনতাই

ভরা মৌসুমেও আমদানি, কৃষকের মাথায় হাত