Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

নাইক্ষংছড়িতে অপহরণের ৩ ঘণ্টা পর যুবককে উদ্ধার

নাইক্ষংছড়ি (বান্দরবান) প্রতিনিধি

নাইক্ষংছড়িতে অপহরণের ৩ ঘণ্টা পর যুবককে উদ্ধার
ফুরকান আহমদ। ছবি: সংগৃহীত

অপহরণের তিন ঘণ্টা পর বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে মুমূর্ষু অবস্থায় ফুরকান আহমদ (৩৩) নামে এক যুবককে উদ্ধার করেছে পুলিশ। এর আগে আজ মঙ্গলবার উপজেলার একটি রাবার বাগান থেকে তাকে অপহরণ করে একদল অস্ত্রধারী।

ফুরকান আহমদ উপজেলার মঞ্জুর কোম্পানির ১৭ নম্বর রাবার বাগানের সুপারভাইজার।

আলীক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিলেত্য চাকমা তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। তিনি আজকের পত্রিকাকে বলেন, ‘খবর পাওয়ার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে যাওয়ার প্রাক্কালে অপহরণকারী চক্র ভিকটিমকে ছেড়ে দিয়ে পালিয়ে যায়। পরে তাকে উদ্ধার করা হয়।’

প্রত্যক্ষদর্শী বাগানের শ্রমিক সুলতান আহমদ ও মোহাম্মদ জুবাইর বলেন, আজ সকালে সুপারভাইজার ফুরকান আহমদ প্রতিদিনের মতো মঞ্জুর আহমদ কোম্পানির ১৭ নম্বর বাগানে যায়। এ সময় একদল অস্ত্রধারী তাকে চোখ বেঁধে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। তারা বিষয়টি দ্রুত বাগান মালিককে জানান।

মালিক স্থানীয় আলিক্ষ্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জকে অবহিত করেন। এরপরই পুলিশের একটি দল ঘটরার দিকে রওনা দেয়। তখন বেলা ১১ টা। পুলিশ অপহরণকারীদের আস্তানার কাছাকাছি পৌঁছালে ভিকটিমকে ছেড়ে দিয়ে দ্রুত গহিন জঙ্গলের দিকে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

অপহৃত ফুরকান সুযোগ বুঝে পুলিশ ও শ্রমিকদের কথোপকথনের আওয়াজ শুনে তাদের দিকে ছুটে আসে। পরে পুলিশ এগিয়ে গিয়ে মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়।

জানতে চাইলে নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাশরুরুল হক বলেন, ‘বিষয়টি গুরুত্ব সহকারে দেখছেন তারা। ভিকটিম মামলা করলে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।’ এ ছাড়া তিনি নিজেও বিষয়টি নিয়ে পদক্ষেপ নেবেন বলে জানান।

চট্টগ্রামে হামলায় ‘নিরাপত্তাহীন’ পুলিশ

হাতিয়ায় লঞ্চঘাটে দুই নারী যাত্রীকে পিটিয়ে জখম

থানচিতে পাহাড়িদের বিয়ে নিবন্ধনের কাজ শুরু হচ্ছে

কসবায় পাহাড় কাটার সময় মাটিচাপায় মৃত্যু

মুক্তিযোদ্ধার নাতি সেজে ১২ বছর পুলিশে চাকরি, অবশেষে গ্রেপ্তার

ক্যানসারে আক্রান্ত বাবার মৃত্যুর ২ মাসের মধ্যে খুন হন রিকশাচালক জাহিদুল

আনোয়ারায় বাজার স্থিতিশীল রাখতে অভিযান, ১১ ব্যবসায়ীকে জরিমানা

অপারেশন ডেভিল হান্ট: নোয়াখালীতে অস্ত্রসহ গ্রেপ্তার ২১

প্রেমের বিয়েতে বাধা যৌতুকলোভী বাবা, স্কুলছাত্রের আত্মহত্যা

আশুগঞ্জ সার কারখানায় ফের বন্ধ ইউরিয়া উৎপাদন