হোম > সারা দেশ > চট্টগ্রাম

ওয়াসার অনিয়ম দেখতে চট্টগ্রামে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম

ওয়াসার অনিয়ম তদন্তে চট্টগ্রাম আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। বিভিন্ন গণমাধ্যমে ওয়াসার অনিয়মের তথ্য প্রকাশিত হওয়ার পরিপ্রেক্ষিতে তিনি সরেজমিন চট্টগ্রামে আসছেন। আজ বৃহস্পতিবার স্থানীয় সরকার বিভাগের সিনিয়র সহকারী সচিব গাজী গোলাম মোস্তাফা স্বাক্ষরিত এক চিঠিতে এই তথ্য জানানো হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাভুক্ত চট্টগ্রাম ওয়াসা নিয়ে বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত সংবাদের বিষয়ে আগামী ৭ সেপ্টেম্বর শনিবার তদন্ত ও পরিদর্শন করবেন মহাপরিচালক মো. মাহমুদুল হাসান। এক সপ্তাহ ধরে ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) এ কে এম ফজলুল্লাহর পদত্যাগের দাবিতে আন্দোলন করছে সাধারণ গ্রাহকসহ বিভিন্ন সংগঠন। এসব সংগঠনের পক্ষ থেকে আন্দোলনের একপর্যায়ে পদ থেকে সরে যেতে এমডিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়। তবে তাতেও পদত্যাগ না করার সিদ্ধান্তে অনড় তিনি।

এ নিয়ে গণমাধ্যমেও বিভিন্ন বক্তব্য দেন এমডি। যেখানে তিনি বলেন, সরকার তাঁকে (এমডি) বসিয়েছে এবং সরকার যখন সরে যেতে বলবে, তখনই তিনি সরে যাবেন। সর্বশেষ ওয়াসা কর্তৃপক্ষ ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে। এ অবস্থায় চট্টগ্রাম ওয়াসায় অনিয়ম তদন্তে আসছেন স্থানীয় সরকার বিভাগের মহাপরিচালক মো. মাহমুদুল হাসান।

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

চকরিয়া থানা সেন্টার মসজিদের টয়লেট থেকে মুসল্লির লাশ উদ্ধার

বিয়ের ৮ মাসের মাথায় শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা

কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

রাঙ্গুনিয়ায় গৃহবধূ হত্যা মামলায় নারী গ্রেপ্তার

পুলিশের ওপর হামলা: গ্রেপ্তার আরও ৫, বিক্ষোভ মিছিল

রামগড় ও বিলোনিয়া স্থলবন্দরের সম্ভাব্যতা যাচাইয়ে উচ্চপর্যায়ের কমিটি গঠন

কুমিল্লা মহানগর আ.লীগ নেতা কবিরুল শিকদার গ্রেপ্তার

মিরসরাইয়ে বাসের ধাক্কায় প্রাণ গেল ৩ মোটরসাইকেল আরোহীর

সেকশন