হোম > সারা দেশ > বান্দরবান

সক্ষমতা জানান দিতেই রুমা ও থানচিতে হামলা করে কেএনএফ: র‍্যাব

বান্দরবান প্রতিনিধি

নিজেদের সক্ষমতা জানান দিতেই বান্দরবানের রুমা ও থানচিতে ব্যাংক ডাকাতিসহ হামলার ঘটনা ঘটিয়েছে কেএনএফ। রুমা থেকে লুট হওয়া অস্ত্র ও গোলা উদ্ধার করা না গেলেও র‍্যাব, পুলিশসহ সবার প্রচেষ্টায় ঝুঁকি না নিয়ে অপহরণের শিকার ব্যাংক ম্যানেজারকে সুস্থ-স্বাভাবিক অবস্থায় উদ্ধার করা হয়েছে।

আজ শুক্রবার সকালে বান্দরবান শহরের মেঘলা এলাকার পার্বত্য জেলা পরিষদ সম্মেলন কক্ষে র‍্যাবের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে এসব কথা বলেন র‍্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন।

এদিকে রুমায় অপহৃত সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে উদ্ধারের পর তাঁর পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

র‍্যাবের এই কর্মকর্তা বলেন, বান্দরবানে বেশ কয়েকটি আঞ্চলিক সংগঠন রয়েছে। নিজেদের শ্রেষ্ঠত্ব, উত্তরসূরিদের অনুপ্রেরণা ও বহির্বিশ্বে সহযোগীদের সংগঠনটির সক্ষমতা জানান দিতেই রুমা ও থানচিতে এই ঘটনা ঘটিয়েছে কেএনএফের সশস্ত্র সদস্যরা। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে অভিযান ও পুলিশের পক্ষ থেকে মামলার কার্যক্রম চলমান রয়েছে।

সংবাদ সম্মেলন শেষে র‍্যাবের হেফাজতে থাকা রুমা সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দিনকে গণমাধ্যমকর্মীদের সামনে হাজির করা হয় এবং তাঁকে নিরাপদে উদ্ধার করতে পারায় সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন নেজাম উদ্দীন ও তাঁর পরিবারের সদস্যরা। এ সময় র‍্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন, লে. কর্নেল এইচ এম সাজ্জাদ হোসেনসহ র‍্যাবের বিভিন্ন পর্যায়ের সদস্যরা উপস্থিত ছিলেন।

সোনালী ব্যাংকের রুমা শাখার ম্যানেজার নেজাম উদ্দীনের বাড়ি কক্সবাজারের চকরিয়ায়। অপহরণের দুই দিন পর গতকাল বৃহস্পতিবার কেএনএফের সঙ্গে র‍্যাবের মধ্যস্থতায় তাঁকে উদ্ধার করা হয়। তাৎক্ষণিকভাবে তাঁকে রুমা থেকে কঠোর নিরাপত্তা মধ্য দিয়ে রাতে র‍্যাবের বান্দরবান ক্যাম্পে নেওয়া হয়। এর আগে র‍্যাবের পক্ষ থেকে জানানো হয়, অপহৃত ব্যাংক ম্যানেজারকে মুক্তি দিতে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে কেএনএফ।

জানা গেছে, রুমার সোনালী ব্যাংকের আশপাশ থেকেই বিশেষ কৌশল অবলম্বন করে নেজাম উদ্দীনকে উদ্ধার করা হয়। তিনি শারীরিকভাবে সুস্থ আছেন। তবে তাঁকে উদ্ধারে মুক্তিপণ দেওয়া হয়েছে কিনা এ বিষয়ে র‍্যাব নিশ্চিত করেনি। র‍্যাব জানায়, কেএনএফের আর্থিক সংকট চলছিল। তা আগে থেকেই কয়েকটি সংস্থাকে জানানো হয়েছিল। এ সংকট দূর করার জন্যই সশস্ত্র গোষ্ঠীটি ব্যাংক ডাকাতির ঘটনা ঘটিয়েছে।

গতকাল বৃহস্পতিবার রাতে সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম আজকের পত্রিকাকে বলেন, নেজাম উদ্দীনকে কোনো ধরনের শারীরিক নির্যাতন করা হয়নি। তিনি সুস্থ আছেন।

এদিকে ব্যাংক ম্যানেজারকে উদ্ধারের পর আবারও থানচির সোনালী ব্যাংক শাখা ও বাজারে হামলা চালায় শতাধিক কেএনএফ সদস্য। সেখানে পুলিশের সঙ্গে কেএনএফের ঘণ্টাব্যাপী থেমে থেমে গোলাগুলি চলে বলে জানান বান্দরবানের অতিরিক্ত পুলিশ সুপার মো. জুনায়েদ জাহেদী।

গত মঙ্গলবার রাত ৮টার দিকে তারাবির নামাজ চলাকালে বান্দরবানের রুমায় হামলা চালায় কেএনএফ। সোনালী ব্যাংকের শাখায় ঢুকে ব্যাংকের ভল্ট ভেঙে টাকা লুটের চেষ্টা চালায়। এ সময় তারা ব্যাংকে নিয়োজিত পুলিশ সদস্যদের ১৪টি অস্ত্রও লুট করে। একই সঙ্গে মসজিদ থেকে রুমা শাখার সোনালী ব্যাংকের ম্যানেজার নেজাম উদ্দীনকে অপহরণ করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে চাইলে থানচি উপজেলা পরিষদের চেয়ারম্যান থোয়াইহ্লা মং মারমা আজকের পত্রিকাকে বলেন, গতকাল বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে থানচির সোনালী ব্যাংক, বাজারের আশপাশে প্রচুর গোলাগুলি হয়। থানচি বাজারের পেছনের শাহজাহান পাড়ার দিক থেকে দফায় দফায় গুলির শব্দ ভেসে আসে। থানচি বাজারে গুলি করার কারণে বাজারের ব্যবসায়ী ও স্থানীয়রা সাঙ্গু নদীর পাড়সহ বিভিন্ন জায়গায় আশ্রয় নেয়।

আরও পড়ুন:

হেডফোন কানে রেললাইনে যুবক, ট্রেনে কাটা পড়ে নিহত

ওসমান হাদি হত্যার বিচারের দাবি চবির আধিপত্যবাদবিরোধী শিক্ষক ঐক্যের

লক্ষ্মীপুরে বিএনপি নেতার ঘরে আগুন: মামলা হয়নি, নাশকতার ‘বিশ্বাসযোগ্য’ প্রমাণ মেলেনি

কর্ণফুলীতে ট্রাফিক পুলিশের ওপর হামলা, আটক ১০

রাউজানে বাইরে থেকে দরজা বন্ধ করে ৩ বসতঘরে অগ্নিসংযোগের অভিযোগ

কুমিল্লায় একাধিক মামলার আসামি শামীম গ্রেপ্তার

চট্টগ্রামে ওসমান হাদির গায়েবানা জানাজা

লক্ষ্মীপুরে মাটি খুঁড়ে মিলল চট্টগ্রামে থানা থেকে লুট হওয়া অস্ত্র, যুবক গ্রেপ্তার

মিরসরাইয়ে গাড়ির ধাক্কায় ভ্যানচালক নিহত

আনিসুল ইসলামের গ্রামের বাড়িতে হামলা-অগ্নিসংযোগ