নোয়াখালী প্রতিনিধি
নোয়াখালীর মাইজদী-চৌমুহনী সড়কের মাইজদী বাজার এলাকায় পিকআপ ভ্যানচাপায় জুয়েল সাহা (৩০) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে মাইজদী বাজার গ্রিন হল কমিউনিটি সেন্টারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত জুয়েল সাহা নোয়াখালী পৌর এলাকার মাস্টারপাড়ার দিলীপ সাহার ছেলে। তিনি একটি কোম্পানিতে স্টোরকিপার হিসেবে কর্মরত ছিলেন।
এ ঘটনায় মোটরসাইকেল আরোহী শ্যামল সাহা (৩২) ও পথচারী কেয়া বেগম (৩৪) গুরুতর আহত হয়েছেন। আহত শ্যামল সাহা মাস্টাপাড়া এলাকার বাসিন্দা। তিনি নোয়াখালী সরকারি কলেজে কম্পিউটার অপারেটর হিসেবে কর্মরত আছেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, নিজ বাসা থেকে মোটরসাইকেলে বন্ধু শ্যামলকে নিয়ে নিজ কর্মস্থল দত্তবাড়ির মোড় এলাকায় যাচ্ছিলেন জুয়েল। তাঁরা মাইজদী বাজার গ্রিন হলের সামনে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যান উল্টে তাঁদের ওপর পড়ে।
এতে তাঁরা গুরুতর আহত হন। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুজনকেই উন্নত চিকিৎসার জন্য ঢাকা নেওয়ার পথে মারা যান জুয়েল।
স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, গ্রিন হলের সামনে সড়কের পশ্চিম পাশ থেকে একটি অটোরিকশার সামনে দিয়ে হেঁটে সড়ক পার হচ্ছিলেন কেয়া বেগম নামের এক নারী। এ সময় একটি পিকআপ ভ্যান অটোরিকশাকে অতিক্রম করে সামনে যাওয়ার চেষ্টা করলে কেয়া বেগম পিকআপের সামনে পড়েন। তখন পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে সড়কের বিপরীত পাশে থাকা মোটরসাইকেল ও কেয়া বেমগকে চাপা দেয়। এতে জুয়েল, শ্যামল ও কেয়া বেগম পিকআপচাপায় গুরুতর আহত হন।
সুধারাম মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম সড়ক দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘মোটরসাইকেল আরোহী জুয়েল সাহা ঢাকা নেওয়ার পথে মারা গেছেন বলে আমরা শুনেছি। ঘটনাস্থল থেকে দুর্ঘটনার শিকার গাড়ি দুটি পুলিশ হেফাজতে রাখা হয়েছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’