Ajker Patrika
হোম > সারা দেশ > চট্টগ্রাম

ইকবালসহ চারজনের ফের পাঁচ দিনের রিমান্ড

কুমিল্লা প্রতিনিধি

ইকবালসহ চারজনের ফের পাঁচ দিনের রিমান্ড

কুমিল্লায় পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টির অভিযোগে গ্রেপ্তার ইকবাল হোসেনসহ চারজনকে আরও পাঁচ দিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত। আজ শুক্রবার কুমিল্লার মুখ্য বিচারিক হাকিম ১ নম্বর আমলি আদালতের বিচারক বেগম ফারহানা সুলতানা এই আদেশ দেন। 

এর আগে শুক্রবার তাদের আদালতে তোলা হয়। এ সময় সিআইডির পক্ষ থেকে সাত দিনের রিমান্ড চাইলে আদালত ইকবালসহ চারজনকে পাঁচ দিনের রিমান্ড আবেদন মঞ্জুর করেন। সিআইডির অতিরিক্ত পুলিশ সুপার এনামুল হক বিষয়টি নিশ্চিত করেন। 

শনিবার (২৩ অক্টোবর) কুমিল্লা চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ইকবাল হোসেনসহ চার আসামিকে ১০ দিনের রিমান্ড চায় পুলিশ। আদালত তাঁদের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করে। 

পূজামণ্ডপে পবিত্র কোরআন রেখে সহিংসতা ছড়ানোর দায়ে অভিযুক্ত সেই ইকবাল হোসেনকে আজ আবার আদলতে নিয়ে যাওয়া হয়এদিকে কোতোয়ালি থানায় দায়েরকৃত ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার মামলাটি সিআইডিতে হস্তান্তর হয়েছে। সিআইডি আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য আরও সাত দিনের রিমান্ড চেয়েছিলেন। 

গত ১৩ অক্টোবর নানুয়াদীঘির পাড়ে পূজামণ্ডপে কোরআন শরীফ রেখে ধর্মীয় সহিংসতা সৃষ্টি করা হয়। পরে সিসিটিভি ফুটেজ দেখে ঘটনায় জড়িত সন্দেহে ইকবাল হোসেন, দারোগাবাড়ী মাজারের খাদেম ফয়সাল ও হাফেজ হুমায়ুন কবীর এবং ট্রিপল নাইনে ফোন দিয়ে পুলিশকে অবহিত করা ইকরামকে গ্রেপ্তার করে পুলিশ। আসামিরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে মণ্ডপে কোরআন রাখার ঘটনায় নিজেদের সম্পৃক্ততার কথা স্বীকার করেছে বলে জানায় পুলিশ। এঘটনার নেপথ্যে কারা জড়িত তা অনুসন্ধানে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর একাধিক টিম। 

কুমিল্লায় গোমতী নদীর মাটি কাটার অপরাধে ৭ ট্রাক জব্দ

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হোমনা উপজেলা ও পৌর কমিটি গঠন

রাউজানে অস্ত্রসহ দুই ব্যক্তি গ্রেপ্তার

লক্ষ্মীপুরে টিসিবির পণ্য নিতে দীর্ঘ লাইন, কম দামে পেয়ে খুশি ক্রেতারা

নোয়াখালীতে ৯ দোকানে অভিযান, ১২ হাজার টাকা দণ্ড

নোয়াখালীতে স্বামী-স্ত্রী আটক, ২ হাজার ইয়াবা জব্দ

বিমানবন্দরে চাঁদপুর পৌরসভার সাবেক প্যানেল মেয়র ছেলেসহ গ্রেপ্তার

উখিয়ায় রোহিঙ্গা শিবিরে কমিউনিটি নেতাকে কুপিয়ে হত্যা

চট্টগ্রামে প্রতি লিটার খোলা সয়াবিন ১৬০ টাকা নির্ধারণ

বান্দরবানে ২০ রোহিঙ্গাকে আটক করল বিজিবি