হোম > সারা দেশ > চট্টগ্রাম

গণপিটুনিতে নিহত সেই সেলিম চেয়ারম্যানের পিস্তল উদ্ধার

চাঁদপুর প্রতিনিধি

গত ৫ আগস্ট সরকার পতনের দিন চাঁদপুরে গণপিটুনিতে নিহত সাবেক চেয়ারম্যান সেলিম খানের লুণ্ঠিত অস্ত্র–গুলি উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার
যৌথবাহিনীর অভিযানে সদর উপজেলার সাপদি গ্রামের একটি বাঁশঝোপ থেকে এসব অস্ত্র উদ্ধার করা হয়। 

চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মুহম্মদ আব্দুর রকিব এ তথ্য নিশ্চিত করেছেন। 

এর আগে ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনে শেখ হাসিনার সরকারের পতনের পর ওই এলাকায় গণপিটুনিতে মারা যান লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সেলিম খান ও তার ছেলে শান্ত খান। ওই সময় দুর্বৃত্তরা লুট করে নেওয়া শটগান পরে থানায় জমা হলেও পিস্তলটি উদ্ধার হয়নি। 

সরকার ঘোষিত গত ৩ সেপ্টেম্বর লাইসেন্সকৃত অস্ত্র ও গোলাবারুদ জমার শেষদিন পর্যন্ত জেলায় ১২২টি অস্ত্র–গোলাবারুদের মধ্যে ১২১টি জমা হয়। বাদ ছিলে সেলিম খানের খোয়া যাওয়া পিস্তলটি। অবশেষে সেটিও উদ্ধার হয়েছে। 

এ বিষয়ে এসপি মুহম্মদ আব্দুর রকিব আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে এই ৯ এম. এম. পিস্তল, একটি ম্যাগজিন ও ৬ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। পরে সদর মডেল থানায় রক্ষিত পাবলিক গান রেজিস্ট্রার যাচাই বাছাই করে জানা গেল, উদ্ধারকৃত পিস্তল ও গুলি সদর উপজেলার লক্ষ্মীপুর মডেল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. সেলিম খানের। এই ঘটনায় থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

চট্টগ্রামে পাহাড়ের জমি থেকে দখলদার উচ্ছেদ

জলাবদ্ধতা নিরসন প্রকল্প পরিদর্শনে তিন উপদেষ্টা

৩৪ মাস ধরে পরিত্যক্ত ভবনে ইউএনও, রাজস্ব ফাঁকির অভিযোগ

টেকনাফের পাহাড়ে আবারও বন্য হাতির মৃত্যু

দুর্নীতিবাজ-খুনিদের সংসদ ও রাজনীতিতে অন্তর্ভুক্ত না করার সুপারিশ করা হয়েছে: বদিউল আলম

মাদক কারবারে জড়িত পুলিশের এএসআইসহ ২ জন গ্রেপ্তার

নাফ নদ থেকে পণ্যবাহী ৩ জাহাজ নিয়ে গেছে আরাকান আর্মি

মেয়র হতে পারায় প্রয়াত উপদেষ্টা হাসান আরিফের প্রতি কৃতজ্ঞ ডা. শাহাদাত

বান্দরবানে ট্রাকচাপায় ৩ মোটরসাইকেল আরোহী নিহত

চকরিয়ায় গৃহবধূ হত্যার ঘটনায় ৫ জনের নামে মামলা, স্বামী গ্রেপ্তার

সেকশন